Friday, November 7, 2025

কারও পছন্দ অ্যাস্ট্রোফিজিক্স, কারও স্ট্যাটিস্টিকস! গতানুগতিকতা নাপসন্দ প্রথম ৩ কৃতির

Date:

Share post:

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS results)। প্রথম দর্শনের মেধা তালিকায় স্থান পেয়েছেন ৫৮ জন কৃতি ছাত্র-ছাত্রী। পাশের হার ৯০ শতাংশ। এ বছর উচ্চমাধ্যমিকে এগিয়ে ছেলেরা। ছাত্রদের পাশের হার ৯২.৩২ শতাংশ। ছাত্রীদের ৮৮.১৮ শতাংশ। অভীক দাস (Avik Das) প্রথম স্থান অধিকার করেছেন। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র পেয়েছেন ৪৯৬। তাঁর স্বপ্ন মহাকাশের রহস্য ভেদ করার। তাই অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এগিয়ে যেতে চান তিনি। একটু ব্যতিক্রমী ভাবনার এই পড়ুয়াকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর আত্মীয় প্রিয়জন এবং সোশ্যাল মিডিয়া। অভীক আলিপুরদুয়ারের পূর্ব অরবিন্দ নগরের বাসিন্দা। তার বাবা প্রবীরকুমার দাস ছেলের সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত।

এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া সৌম্যদীপ সাহা (Soumyadeep Saha, Narendrapur Ramkrishna mission)। আগামীতে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, ” সবাই যদি ডাক্তার হতে চাই তাহলে রোগী হবে কে?” মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত (Abhishek Gupta) বলছেন রামকৃষ্ণ মিশনে পড়ার মধ্যে দিয়েই চরিত্র গঠনের শিক্ষা লাভ হয়ে যায়। এবার অংক নিয়ে আগামীতে ক্যারিয়ার গড়তে চান তিনি। উচ্চ মাধ্যমিকের প্রথম তিন সফল পড়ুয়ার ইচ্ছের কথা প্রকাশ্যে আসতেই নানা মহলের নানা মত। যেখানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এত দৌড়াদৌড়ি, সেখানে সম্পূর্ণ অন্য পথে এই তিন ছাত্র নিজেদের আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন। শিক্ষাবিদদের মধ্যে অনেকেই মনে করছেন, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নেওয়ার যে সন্ধিক্ষণ তাতে পড়ুয়ারা অনেকটাই পরিণত হয়ে যান। ফলে চিন্তা ভাবনার উপর তার প্রভাব পড়ে। যেভাবে ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের সংখ্যা বাড়ছে সেখানে দাঁড়িয়ে ভবিষ্যতের কর্মজগতের নিশ্চয়তার বোধহয় এই ভাবনা চিন্তায় একটা ছাপ রেখে যায়। আবার অনেকের মতে মেধা তালিকায় যাঁরা উপরের দিকে থাকেন তাঁরা সাধারণত গবেষণামূলক পড়াশুনাই করতে চান। সেই ভাবনাই ধরা পড়েছে প্রথম তিনজনের কথায়।

 

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...