Saturday, January 10, 2026

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

Date:

Share post:

প্যারিস সাঁ জা’র জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন কিলিয়ান এমবাপ্পে ৷ ঘরের মাঠে ডর্টমুন্ডের বিরুদ্ধে 0-১ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পিএসজি ৷ সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ২-0 গোলে জিতে ফাইনালে উঠেছে জার্মানির ফুটবল ক্লাব ডর্টমুন্ড ৷ আগামী ১ জুন লন্ডনে তাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ ৷ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে একমাত্র গোলটি করেন জার্মান মিডফিল্ডার ম্যাট হুমেলস ৷ জুলিয়ান ব্র্যান্ডের কর্নার কিক থেকে হেডারে ডান দিকের বার দিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে সেই গোল পিএসজিকে ম্যাচে ঘুরে দাঁড়াতে দেয়নি ৷ ফরাসি ক্লাবের হয়ে শেষ মরশুম ছিল এটি এমবাপ্পের ৷

কিন্তু, শুরু থেকে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেকে চেনা ছন্দে দেখা যায়নি ৷ তবে, সুযোগ যে তিনি পাননি তা নয় ৷ ওয়ান-টু-ওয়ানে ডর্টমুন্ডের গোলকিপার গ্রেগর কোবলে এমবাপ্পের নীচু-শট বাঁচিয়ে দেন ৷ ওয়ারেন জাইরে-এমেরি একটি সহজ সুযোগ মিস করেছেন ৷ ম্যাচের ৪৮ মিনিটের মাথায় খালি গোলে জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি ৷ আর তার খনিকের মধ্যে ম্যাট হুমেলস কর্নার কিক থেকে ভেসে আসা বল স্কোরে পরিণত করেন ৷ দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল প্যারিস সেরা ক্লাবটি ৷ কিন্তু, ২-0 এগ্রিগেডে এগিয়ে যাওয়ার পর রক্ষণে বাড়তি জোর দেয় বরুসিয়া ডর্টমুন্ট ৷ নিজেদের অর্ধে ভিড় বাড়িয়ে লং বলে খেলা শুরু করে ৷ এদিন ম্যাচ শেষে ‘লন্ডন ২৪’ লেখা টি-শার্ট পড়ে ডর্টমুন্ডের ফুটবলাররা সেলিব্রেশন শুরু করে ৷ আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামবে বরুসিয়া ডর্টমুন্ড ৷ তাদের প্রতিপক্ষে থাকবে রিয়াল মাদ্রিদ অথবা বুন্দেশলিগায় ডর্টমুন্ডের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ৷




 

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...