Saturday, August 23, 2025

যোগীরাজ্যে অবাধে ‘ভোট লুট’ লখিমপুর খেরিতে, সাইকেলের ভোট গেল পদ্মে!

Date:

Share post:

কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া লখিমপুর খেরিতে পদ্মের দুর্দিন। সেকথা বুঝতে পেরেই এবার ইভিএম-ভিভিপ্যাট কারচুপি চলল অবাধে। ভোটাররা অভিযোগ জানালেও কানেই নিল না প্রিসাইডিং অফিসাররা। ভোটার, যাদের এক একটা ভোট নির্বাচনে মূল্যবান বলে প্রচার চালাচ্ছেন খোদ নরেন্দ্র মোদি, তাদেরই যে কোনও গুরুত্ব নেই একনায়কের রাজ্য উত্তর প্রদেশে চতুর্থ দফার নির্বাচনে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লখিমপুর খেরি।

লখিমপুরের বিজেপি প্রার্থী কেন্দ্রের মন্ত্রী অজয় মিশ্র তেনি। তাঁর ছেলে ইচ্ছাকৃতভাবে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেশের ইতিহাসে নাম তুলেছেন। মন্ত্রীর ছেলের নৃশংসতা উত্তরপ্রদেশের নারকীয় ঐতিহাসিক ঘটনার মধ্যেই জায়গা করে নিয়েছে। সেই ঘটনার জেরে এবার লোকসভা নির্বাচনে অনেকটাই চাপে বিজেপি প্রার্থী অজয় মিশ্র তেনি, যা তিনি নিজেও জানেন। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ কংগ্রেস-সমাজবাদী পার্টি-তৃণমূল জোটের সপা প্রার্থী উৎকর্ষ বর্মা। সোমবারের নির্বাচনে সকাল থেকেই এই কেন্দ্রে ভোটদানের গতি ধীরে বলে অভিযোগ তোলে সমাজবাদী পার্টি।

বেলা বাড়তেই গোলা গোকর্ণনাথ ও সিংহানিয়া গ্রামের ভোট কেন্দ্রগুলি থেকে ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। অভিযোগ সমাজবাদী পার্টির প্রতীক সাইকেলের পাশের বোতাম টিপলেও ভিভিপ্যাটে পদ্মফুল দেখাচ্ছে। গোলা গোকর্ণ গ্রামে যে কোনও বোতাম টিপলেই একই ফল দেখায়। অভিযোগের ভিত্তিতে ভোটদান বন্ধও হয়ে যায় দীর্ঘক্ষণ। এই গ্রামের গরমিলের অভিযোগ কংগ্রেস রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি কমিশনে দায়েরও করেন। কিন্তু সিংহানিয়া গ্রামে ভোটের গরমিলের অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। ভোটারদের অভিযোগ কর্তব্যরত প্রিসাইডিং অফিসার শুনতেই চাননি।

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...