সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিএসজি ছাড়তে চলেছেন কিলিয়ান এমবাপে। সম্প্রতি নিজেই পিএসজি ছাড়ার কথা জানিয়েছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার। তবে কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে মুখ খোলেননি এমবাপে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন তিনি। আর সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়ে গেলেই রিয়ালের নতুন ফুটবলার হিসাবে তাঁর নাম ঘোষণা করা হবে। আর এরই মধ্যে সামনে এল এমবাপের রিয়ালের সঙ্গে চুক্তির পরিমান।

এই নিয়ে ইতালির এক সাংবাদিকের দাবি, ১০০ মিলিয়ন ইউরো বা ৯০১ কোটি টাকায় রিয়ালে সই করতে চলেছেন এমবাপে। পাঁচ বছর চুক্তি হবে তাঁর সঙ্গে। আর এটা সত্যি হলে ফুটবলের ইতিহাসে ‘ফ্রি এজেন্ট’ হিসাবে সবচেয়ে বেশি দামে কোনও ক্লাবে সই করবেন এমবাপে।

এদিকে ক্লাব ছাড়া নিয়ে গত শুক্রবার এমবাপে বলেছিলেন, “তোমাদের একটা কথা জানাতে চাই। আমি বার বার বলেছিলাম যে, সময় হলে জানাব। আমি ঘোষণা করতে চাই যে, পিএসজি-তে এটাই আমার শেষ মরশুম। আমি আর চুক্তি বৃদ্ধি করব না। কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে। রবিবার পিএসজি-র জার্সিতে আমার শেষ ম্যাচ। ফ্রান্সের সব থেকে বড় ফুটবল ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। প্রচুর আবেগ জড়িয়ে রয়েছে এই দলকে ঘিরে।” এরপর তিনি আরও বলেন , “ সাত বছর ধরে এই ক্লাবে খেলছি। নিজের দেশ ছেড়ে যাওয়ার সময় যে এতটা কষ্ট হবে, তা ভাবিনি। তবে এটা প্রয়োজন।”

আরও পড়ুন- এবার টি-২০ বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করল বিসিসিআই
