Friday, December 26, 2025

মোদির ‘বেনিয়মে’র তৃতীয় অভিযোগ, মনোনয়নের দিনই কমিশনে তৃণমূল

Date:

Share post:

বিজেপি কী আদর্শ আচরণবিধির ঊর্ধ্বে? নরেন্দ্র মোদির বিরুদ্ধে এই নিয়ে তৃতীয় অভিযোগ দায়ের কমিশনে। কোনও অভিযোগে কী কোনও ব্যবস্থা নিয়েছে কমিশন? তাহলে কী এমসিসি এখন মোদি কোড অফ কনডাক্ট হয়ে গিয়েছে? প্রশ্ন অনেক। কিন্তু বিরোধীদের দেওয়ার মতো কোনও উত্তরই নেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তবুও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তত শেষ তিন দফা নির্বাচনের আগে যাতে কমিশন নিজেদের দায়িত্ব বুঝতে পারে, সেই কথা স্মরণ করাতেই ফের নির্বাচন সদনে তৃণমূল প্রতিনিধিদল। এই সব প্রশ্ন নিয়ে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করলেন সাংসদ সাকেত গোখলে ও সাংসদ সাগরিকা ঘোষ।

চতুর্থ দফা নির্বাচনের দিনও নির্বাচনের আদর্শ আচরণ বিধি বিভিন্ন ভাবে ভেঙেছেন নরেন্দ্র মোদি, অভিযোগ তৃণমূলের। বারবার ধর্মীয় উস্কানিমূলক কথা বলছেন। এমন শব্দ ব্যবহার করছেন যা আচরণবিধি লঙ্ঘন করে। মঙ্গলবারও মনোনয়ন পেশের সময় তাঁকে আদ্যোপান্ত ধর্মের মোড়কেই দেখা যায়। সেই সঙ্গে নির্বাচনে কোনওভাবেই যে কোনও প্রতিশ্রুতি দেওয়া যায় না, সেই নিয়মকেও ভেঙেছেন মোদি।

 

এই সব অভিযোগ নিয়ে আগে দুবার কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। মঙ্গলবার সাংসদ সাকেত ও সাংসদ সাগরিকা ফের কমিশনে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে প্রশ্ন তোলেন আগের অভিযোগের প্রেক্ষিতে কমিশন কী পদক্ষেপ নিয়েছে। উত্তরে কমিশনের আধিকারিকরা জানান তাঁরা বিজেপি সভাপতিকে চিঠি দিয়েছেন। এরপরেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হয় বিরোধীদের বারবার ‘প্রেমপত্র’ পেশ করা কমিশন কেন বিজেপির ক্ষেত্রে নীরব। তৃণমূলের দুই সাংসদ কমিশনকে স্মরণ করান, তিন দফার নির্বাচনের আগে যেন তাঁরা নিজেদের কর্তব্যের প্রতি সচেতন হন।

spot_img

Related articles

১৬ বছরেই তবলা শিল্পে খ্যাতি বিশ্বজনীন, সর্বোচ্চ সম্মান পেলেন বাংলার সুমন

মাত্র ১৬ বছর বয়সেই সুর তালের ছন্দে তাক লাগিয়ে দিয়েছেন, তারই সৌজন্য রাষ্ট্রীয় পুরস্কার পেলেন কিশোর তবলা বাদক...

১ জানুয়ারি থেকে ‘উন্নয়নের পাঁচালি’কে হাতিয়ার করে বাড়ি বাড়ি প্রচার: ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকেই ময়দানে নামছে টিম-অভিষেক। রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’কে হাতিয়ার...

গ্রামে ফিরল জুয়েলের দেহ, পাশে থাকার বার্তা তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশায় (BJP ruled state Odisha) দুষ্কৃতীদের হাতে নিহত জুয়েল রানার দেহ ফিরতেই শোকের আবহ সুতি জুড়ে।...

ভারত-বিরোধী স্লোগান: রাজ্যের একাধিক জায়গায় হোটেলে ‘ব্যান’ বাংলাদেশিরা

ক্রমাগত ভারত-বিরোধী স্লোগানে উত্তপ্ত প্রতিবেশী দেশ বাংলাদেশ। হিংসার হাড়হিম করা ছবি প্রায় প্রতিদিন উঠে আসছে। এই পরিস্থিতিতে যাতে...