Wednesday, January 14, 2026

রাজ্য সচিবালয়ে এই প্রথম তিনজন আধিকারিক অতিরিক্ত সচিব পদে উন্নীত হলেন

Date:

Share post:

রাজ্য সরকারের সচিবালয়ে এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস (ডব্লুবিএসএস) থেকে তিনজন আধিকারিক অতিরিক্ত সচিব পদে উন্নীত হলেন। আগে সচিবালয়ের একজন নিম্নবর্গীয় করণিক (এলডিএ) থেকে যুগ্মসচিব পর্যন্ত পদোন্নতির সুযোগ পেতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে, সচিবালয়ের কর্মীদের পদোন্নতির মাধ্যমে আরও একধাপ উপরে অতিরিক্ত সচিব হওয়ার সুযোগ দেওয়া হবে। সেইমতো সচিবালয়ে দশটি অতিরিক্ত সচিবের পদ সৃষ্টি করা হয়, সেগুলি সাধারণ কর্মী থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করার জন্য। সেখানে বিভিন্ন দপ্তরে কর্মরত তিনজন যুগ্মসচিব প্রোমোশন পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন।
একইসঙ্গে সচিবালয়ে ডব্লুবিএসএস’দের জন্য যুগ্মসচিব, উপসচিব, সহসচিব, রেজিস্ট্রার, স্পেশাল অফিসার ও সেকশন অফিসার পদে শতাধিক অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে ডব্লুবিএসএস’দের সচিবালয়ে পদোন্নতির সুযোগ সাম্প্রতিককালে অনেক বেড়ে গিয়েছে। এই দফাতেই বিভিন্ন পদে এমন শতাধিক পদোন্নতি হয়েছে।

নতুন নীতিতে যুগ্মসচিব পদে উন্নীত হতে উপসচিব পদে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। সেক্রেটারিয়েট সার্ভিস কর্মীদের আগে যুগ্মসচিব পর্যন্ত পদোন্নতির সুযোগ ছিল। এলডিএ পদে যোগ দিয়ে একজন কর্মী পদোন্নতির মাধ্যমে যুগ্মসচিবও হতে পারতেন। রাজ্য মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বছরখানেক আগে যুগ্মসচিব থেকে সহসচিব, ওএসডি প্রভৃতি পর্যায়ে উন্নীত হওয়ার মাধ্যমে পূরণযোগ্য পদের সংখ্যাও ওই এই পর্বে বাড়ানো হয় অনেকগুলি। এর এর ফলে সেক্রেটারিয়েট সার্ভিস কর্মীদেরই পদোন্নতির সুযোগ অনেকটাই বেড়েছে।রাজ্য সরকারের নতুন পদোন্নতি নীতিতে যুগ্মসচিব, উপসচিব, সহসচিব, রেজিস্ট্রার, স্পেশাল অফিসার ও সেকশন অফিসার পদে শতাধিক অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এই দফাতেই বিভিন্ন পদে এমন শতাধিক পদোন্নতি হয়েছে।





spot_img

Related articles

অনূর্ধ্ব ১৯ দলে থাকলেও আগামীতে যুব বিশ্বকাপ খেলতে পারবেন না বৈভব

বৃহ্স্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ(U19 World cup)। আয়ূষ মাত্রের নেতৃত্বে ভারতীয় দল খেললেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে সেই...

ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ!

ফের রাজ্যে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনেকে আতঙ্কে মারা যাচ্ছেন আবার...

বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র...

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...