হাতে আর মাত্র কয়েকদিন তারপরই শুরু টি-২০ বিশ্বকাপ। ২ জুন থেকে বসতে চলেছে মেগা এই টুর্নামেন্টের আসর। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল-এ নিজেকে মেলে ধরতে না পারলেও টিম ইন্ডিয়ার দলে সুযোগ পেয়েছেন তিনি। হার্দিকের সুযোগ পাওয়া নিয়ে উঠছিল প্রশ্ন। তবে সম্প্রতি এক প্রতিবেদন ঘিরে বেশ চর্চা। সেই প্রতিবেদনে বলা হয়েছে চাপে পড়ে টি-২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছে হার্দিককে। আর এবার এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। বললেন, কেবল আইপিএলের ফর্ম দেখে দল নির্বাচন করা যায় না।

এই নিয়ে জয় শাহ, “ সাম্প্রতিক ফর্ম আর আগের অভিজ্ঞতা- দুটোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কেবল আইপিএলের ফর্ম দেখে তো নির্বাচকরা দল গড়তে পারেন না। বিদেশের মাটিতে কে কেমন পারফরম্যান্স করেছেন সেদিকেও নজর দেওয়া হয়েছে।”

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড নির্বাচনের সময়ে রোহিত শর্মা, নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকার এবং বিসিসিআই-এর প্যানেল হার্দিককে দলে চাননি। কিন্তু চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন তারা। দলে নেওয়া হয় হার্দিককে। কিন্তু কে চাপ দিল, তা পরিষ্কার করে লেখা হয়নি প্রতিবেদনে। অনেকেই মনে করছেন বিসিসিআই-এর উপরমহল থেকে চাপ এসেছিল হার্দিককে নিয়ে।তারপর থেকেই আলোচনা শুরু হয়, কেন হার্দিককে দলে নেওয়ার জন্য চাপ এসেছিল নির্বাচকদের উপর? যদিও দল গঠনের সময়ে নির্বাচকদের দাবি ছিল, হার্দিকের কোনও বিকল্প মেলেনি বলেই তাঁকে রাখা হয়েছে দলে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

