Sunday, August 24, 2025

দেশে প্রথমবার সংবিধান বদল কে করেছিলেন? রাহুলকে মনে করালেন মোদি

Date:

Share post:

‘‘বিজেপি (BJP) এবার লোকসভা ভোটে (Loksabha Election) জিতলেই ভারতের সংবিধানকে (Constitution) ধ্বংস করবে।’’ গত শুক্রবার যোগীরাজ্যের ঝাঁসিতে এই ভাষাতেই মোদি সরকারকে (Modi Govt) একহাত নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী Rahul Gandhi)। রাহুল আরও বলেন, বাবাসাহেব আম্বেদকরের আদর্শকে মুছে দিয়ে সংবিধানে ‘সাম্প্রদায়িকতা ছোঁয়া’ আনতে ৪০০ আসনে জেতার কথা বলছেন মোদি। এবার রাহুলের মন্তব্যের পাল্টা দিলেন মোদি। ভারতীয় সংবিধান বদলের ইতিহাসের কথা তুলে ধরে গান্ধী-নেহরু পরিবারকেই ঘুরিয়ে নিশানা করলেন তিনি। মোদির স্পষ্ট অভিযোগ, , ‘দীর্ঘ চার প্রজন্ম ধরে সংবিধানকে ধ্বংস করেছে নেহরু-গান্ধী পরিবার।

উত্তরপ্রদেশে নির্বাচনী সভায় গিয়ে রাহুলের অভিযোগ, বিজেপি এবার লোকসভা ভোটে জিতলেই ভারতের সংবিধানকে ধ্বংস করবে। তবে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মোদি পাল্টা অভিযোগ তুলে বলেন, দেশে প্রথম বার সংবিধান বদল করেছিলেন কে? তিনি জওহরলাল নেহরু। বাকস্বাধীনতার উপর রাশ টানতেই প্রথমবার সংবিধান সংশোধন করা হয়েছিল। ইন্দিরা গান্ধী আদালতের রায়কে পাল্টে দিয়ে জরুরি অবস্থা জারি করেছিলেন বলেও এদিন অভিযোগ করেন মোদি। তাঁর আরও সংযোজন, রাহুলের বাবা রাজীব গান্ধী কী করেছিলেন? শাহবানো মামলায় সুপ্রিম কোর্টের রায় এড়ানোর জন্য সংবিধান সংশোধনের বিল পাশ করিয়েছিলেন।

তবে এদিন এখানেই থামেননি মোদি। ২০১৩ সালে রাহুল গান্ধী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারেরই অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার কথা প্রকাশ্যে বলেছিলেন, সে কথাও এদিন মনে করিয়ে দিতে ভোলেননি মোদি। তবে রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের প্রচারে বিনা যুদ্ধে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ মোদি-রাহুল। এবার সংবিধান পরিবর্তনের কথা বলতেই পাল্টা রাহুলকে ধুয়ে দিলেন মোদি।

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...