নিলামে বিক্রি হয়ে গেল লিওনেল মেসির সই করা বিখ্যাত ন্যাপকিন

বার্সেলোনায় মাত্র ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন মেসি। তার আগে বাবা জর্জের সঙ্গে একটি হোটেলে আলোচনায় বসেছিলেন বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচ।

নিলামে বিক্রি হয়ে গেল লিওনেল মেসির সই করা বিখ্যাত ন্যাপকিন। যেই ন্যাপকিনে ছিলো মেসির এফসি বার্সেলোনায় চুক্তি করা সই। নিলামে এই ন্যাপকিনের দাম উঠল সাত লক্ষ ৬২ হাজার পাউন্ড যা ভারতীয় মুদ্রায় আট কোটি টাকারও বেশি। এই ন্যাপকিন যে নিলামে উঠবে, তা আগে থেকে জানাই ছিল।

বার্সেলোনায় মাত্র ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন মেসি। তার আগে বাবা জর্জের সঙ্গে একটি হোটেলে আলোচনায় বসেছিলেন বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচ।কিন্তু তখনও মেসিকে সই করানোর কাগজপত্র তৈরি হয়নি। কিন্তু মেসিকে কোন মতে ছাড়তে নারাজ বার্সা। কোনও মতেই এমন ফুটবলারকে সই করানোর সুযোগ হাতছাড়া করতে চাননি রেক্সাচ। আর সেই কারণে সেই হোটেলের একটি ন্যাপকিনেই মেসিকে দিয়ে প্রাথমিক সই করিয়ে নেন তিনি। সেই ন্যাপকিনে লেখা বয়ান অনুযায়ী, ১৪ ডিসেম্বর ২০০০ সালে বার্সেলোনার হয়ে প্রথমবার কোনও চুক্তিতে সই করেছিলেন মেসি। সেখানে রেক্সাচ ছাড়াও মিঙ্গুয়েলা এবং আর্জেন্তিনায় মেসির এজেন্ট হোরাশিও গ্যাগিওলি ছিলেন। রেক্সাচ প্রতিশ্রুতি দিয়েছিলেন, মেসিকে নিজের তত্ত্বাবধানে যত্নে রাখবেন।

এরপর ইতিহাস। বার্সেলোনার হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন লিও। যা আজও মনে দাগ কেটে রয়েছে ফুটবপ্রেমীদের।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস