প্রসার ভারতীর নতুন দায়িত্ব নিয়ে জহর সরকারের বাড়িতে কাজল

বলিউড অভিনেত্রী কাজল (Kajol) এবার নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সিনেমা এবং ওয়েব সিরিজের পর এবার প্রসার ভারতীর সঙ্গে ফ্রিল্যান্সিং সদস্য হিসেবে চুক্তিবদ্ধ হলেন তিনি। পাবলিক ব্রডকাস্টার দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও পরিচালিত বোর্ড মিটিংয়ে তাঁকে স্বাগত জানান প্রসার ভারতীর চেয়ারম্যান এ. সূর্য প্রকাশ এবং প্রাক্তন সিইও জহর সরকার (Jawhar Sircar)। পাশাপাশি তাঁর সঙ্গে কাজলের সাক্ষাতের ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

কাজল যথেষ্ট প্রতিভাবান এক অভিনেত্রী। তাই তাঁর সৃজনশীল ভাবনা প্রসার ভারতীর জন্য যথেষ্ট কার্যকরী হবে বলে জানান প্রসার ভারতীর চেয়ারম্যান। কাজল জানিয়েছেন যে দূরদর্শনের হারিয়ে যাওয়া গৌরব পুনরায় ফিরিয়ে আনার জন্য তিনি মন দিয়ে কাজ করবেন। এর পাশাপাশি ডিডি নিউজের(dd news) সঙ্গেও তিনি কথা বলেন।