Wednesday, August 27, 2025

রাজ্যে উদ্বেগজনক ভাবে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, শীর্ষে মালদহ

Date:

Share post:

প্রকৃতির দাবদাহ এবং লোকসভা ভোটের রাজনৈতিক উত্তাপের মধ্যেই রাজ্যে ডেঙ্গির প্রকোপ উদ্বেগজনক ভাবে বাড়ছে। গোটা রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এক হাজার ছুঁতে চলেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত রাজ্যজুড় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৪১।

কলকাতা, উত্তর ২৪ পরগনার মতো প্রতিবছর ডেঙ্গু সংক্রমণে প্রথম স্থানে থাকা জেলা ছাপিয়ে এবার ভাইরাসঘটিত এই রোগের শীর্ষে রয়েছে মালদহ জেলা। সেখানে আক্রান্তের সংখ্যা ১১৫। এছাড়া আরও তিন জেলা মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে আক্রান্তের সংখ্য়া ১০০ ছাড়িয়েছে। ।সেখানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১১১, ১১০ ও ১০৮। l যদিও রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগীর জানিয়েছেন সংক্রমণ বাড়লেও তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আগে ডেঙ্গির পরীক্ষা তেমন হতো না, এখন তা সারাবছরই হচ্ছে তাই ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

এদিকে ডেঙ্গির মতো প্রাণঘাতী অসুখ নিয়ে বহু মানুষের অসতর্কতা পঞ্চায়েত দফতরের এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে। রাজ্যের একাধিক গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি চালানো সমীক্ষায় ৮০ হাজারের মতো বাড়িতে ডেঙ্গির লার্ভা মিলেছে। ১৮ লক্ষ বাড়িতে সমীক্ষা চালিয়ে ২৯ হাজারের বেশি জ্বরে আক্রান্ত মানুষের সন্ধান মিলেছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই সমীক্ষা করা চালানো হয়েছিস। এই ভীতিপ্রদ রিপোর্টের পর স্বাস্থ্য দফতর, পঞ্চায়েত ও পুর দফতরের স্বাস্থ্য বিভাগ বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ভোটের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে নিবিড় প্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে মশা দমন অভিযানেও গতি আনা হচ্ছে। বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে। যার মাধ্যমে পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত পরিদর্শন করছে কি না তার উপর নজর রাখা যাবে।

আরও পড়ুন- পঞ্চম দফায় ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ঘোষণা কমিশনের

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...