গতকাল হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করলেও, দলকে জেতাতে ব্যর্থ হন সিএসকের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর ফলে এখানে শেষ হয় সিএসকের যাত্রা। আর সেই কারণেই ম্যাচ হেরে হতাশ মাহি। এমনকী ম্যাচের পর বেঙ্গালুরু ক্রিকেটারদের সঙ্গে মেলালেন না হাত, হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফিরে গেলেন মাহি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, খেলা শেষ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়ের জন্য দু’দলের ক্রিকেটারেরা লাইন করে মাঠে ঢুকছিলেন। চেন্নাই দলের একদম সামনে ছিলেন ধোনি। হঠাৎ দেখা যায় ধোনি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। আর তা দেখে অবাক হন চেন্নাইয়ের অন্য ক্রিকেটারেরা। সে সময়ই পাশ দিয়ে লাইন করে মাঠে ঢুকছিলেন বিরাট কোহলিরা। বেঙ্গালুরুর কয়েক জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের সঙ্গে সামান্য করমর্দন করেই চলে যান মাহি। আর ক্যাপ্টেন কুলের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

After yesterday’s game #Dhoni was not even ready to shake hands with RCB players. was fan of him but this is really not a cool behaviour for such a star and senior cricketer.
Disgrace to say the least.#RCBvsCSK | #ViratKohli | #Bengaluru pic.twitter.com/OsYJNvKt1u
— Karthi (Modi Ka Parivar) (@SaffronSurge3) May 19, 2024
গতকাল হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে ২১৮ রান করে আরসিবি। চেন্নাইয়ের বিরুদ্ধে ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন কোহলি। অর্ধ শতরান হাতছাড়া হলেও নজির গড়েন তিনি। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। গতকাল ৪৭ রান করতেই প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে একটি মাঠে ৩০০০ রান পূর্ণ করার নজির গড়লেন কোহলি।জবাবে ব্যাট করতে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় সিএসকের ইনিংস। কাজে আসেনি রচীন রবীন্দ্রর ৬১ রান।

আরও পড়ুন- শেষ ম্যাচের শেষে রোহিতের সঙ্গে আলাদা কথা নীতা আম্বানীর, দলে ফেরাতেই নতুন উদ্যোগ মুম্বই কর্ণধারের?
