Sunday, August 24, 2025

এবার মাহির অবসর নিয়ে মুখ খুললেন চেন্নাই কর্তা, কী বললেন তিনি?

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে বিদায় নিয়ে চেন্নাই সুপার কিংস। আইপিএল থেকে বিদায় নিতেই হতাশ চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এরপরি মাহিপ্রেমীদের মধ্যে প্রশ্ন জাগে এবার কি আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মাহি? কারণ মুখে না বললেও, মনে করা হচ্ছিল চেন্নাইয়ের মাথে খেলে অবসরের কথা ঘোষণা করবেন ধোনি। কিন্তু তার আগেই বিদায় নেয় সিএককে। তাহলে এবার কী? এই প্রশ্ন উঠতেই ধোনির অবসর নিয়ে মুখ খুললেন এক চেন্নাই কর্তা। জানালেন, অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস আগে অপেক্ষা করতে চাইছেন।

এই নিয়ে সেই কর্তা এক সংবাদমাধ্যমে বলেন, “ ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে ও অবসর নিতে চলেছে। ও ম্যানেজমেন্টকে বলেছে, কয়েক মাস সময় নিতে চায়। তারপরে ও অবসর নিয়ে সিদ্ধান্ত নেবে। আমরা ধোনির উপরেই সবটা ছেড়ে দিচ্ছি। ওর মাথায় কী চলছে সেটা ও সবচেয়ে ভাল জানে। দেখা যাক কী হয়।” সামনের বার আইপিএলের বড় নিলাম। মনে করা হচ্ছে তার আগেই হয়তো ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্ত জানাবেন ধোনি।

গতবছর থেকে চোট সমস্যায় ফেলেছে ধোনিকে। ২০২৩ আইপিএল-এ দলকে চ্যাম্পিয়ন করে হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি। এরপর চলতি আইপিএল-এর আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। আইপিএল-এ দেখা গিয়েছে মাঝে মাঝে খেলতে সমস্যা হচ্ছে। গত আইপিএলের শেষে সমস্ত জল্পনায় জল ঢেলে ধোনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মরশুমে খেলবেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তাঁর মুখে। তাই ক্রিকেটপ্রেমীদের কৌতূহল হয়েছে দ্বিগুণ।

আরও পড়ুন- এবার মাঠের বাইরেও মেসিকে টেক্কা দিলেন রোলান্ডো





spot_img

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...