Sunday, August 24, 2025

সম্বিতের মন্তব্য জগন্নাথ-ভক্তদের ভাবাবেগে আঘাত: কটাক্ষ শান্তনুর, চাপে প্রায়শ্চিত্তের পথে BJP প্রার্থী

Date:

Share post:

পুরীর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শাসক দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের বক্তব্য নিয়ে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সাংসদ শান্তনু সেন স্পষ্ট জানান, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে বিজেপিকে বহুদিন ধরে দেখছে মানুষ। ধর্মের নামে মানুষের ভেদাভেদ করাই ওদের রাজনীতির মূল লক্ষ্য। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র যা বললেন, তা পৃথিবীর কোটি কোটি জগন্নাথ ভক্তের ভাবাবেগকে আঘাত করেছে। তিনি বললেন,‘প্রভু জগন্নাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত’। এই কথার মধ্য দিয়ে সারা পৃথিবীর কোটি কোটি জগন্নাথ ভক্তের ভাবাবেগকে তিনি আঘাত করেছেন। সনাতন হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তাদের ভাবাবেগকে আঘাত করেছেন। এই ক্ষমতার ঔদ্ধত্য তাদের বিপর্যয়ের শেষ সীমায় পৌঁছে দেবে। এই দ্বন্দ্বের জন্যই ২০১৯ এ পুরীতে সম্বিত পাত্র পরাজিত হয়েছিলেন।

তৃণমূলের এই প্রবল সমালোচনার মুখে পড়ে পুরীর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শাসক দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেন। সেই সঙ্গে জানালেন, এই ভুলের জন্য তিনি প্রায়শ্চিত্তও করবেন।নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োয় সম্বিত বলেছেন, আজ আমার করা একটি ভুলের জন্য আমি আন্তরিক ভাবে ব্যথিত। পুরীতে যেদিন প্রধানমন্ত্রী মোদি এসেছিলেন। আমি সেই বিষয়ে বহু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলি। ভিড়ের মধ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে ভুল বশত ‘ভগবান শ্রী জগন্নাথের ভক্ত মোদি’ বলার বদলে ‘মোদির ভক্ত জগন্নাথ’ বলে ফেলি। আমার এই ভুলের জন্য আমি প্রভু জগন্নাথের চরণে মাথা ঝুঁকিয়ে ক্ষমাপ্রার্থনা করছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আগামী তিন দিন উপবাস করব।

প্রসঙ্গত, সোমবার পুরীতে সম্বিতের সমর্থনে রোডশো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জগন্নাথের মন্দিরে পুজোও দেন তিনি। বিজেপি নেতা একই সঙ্গে বলেন, এই ভুলকে অকারণ রাজনৈতিক ‘ইস্যু’ না বানাতে। সম্বিত বলেন, তাঁর আশা প্রভু জগন্নাথ ক্ষমা করবেন তাঁকে। কারণ, তাঁর কথায়, ভগবানও ‘মুখ ফস্কে’ বলা কথার দোষ নেন না। তিনি জানেন, আমিও তাঁর অসংখ্য ভক্তের একজন। এবং কেউ কখনওই কোনও ভগবানকে মানুষের ভক্ত বলবেন না।

 

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...