Monday, November 10, 2025

BJP-আঁতাঁত! ক্ষমা না চাইলে বিধায়ক ঊষারানির সঙ্গে সম্পর্ক নেই: তীব্র ভর্ৎসনা মমতার

Date:

Share post:

প্রবল দুর্যোগের পূর্বাভাস সত্ত্বেও কথা দিয়ে কথা রাখলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোরাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিনাখাঁর সার্কাস ময়দানে সভা করেন দলনেত্রী। আর সেই সভা থেকেই দলীয় বিধায়ক ঊষারানি মণ্ডলকে (Usharani Mandol) তীব্র ভর্ৎসনা করেন তিনি। তাঁর বিরুদ্ধে বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগ তুল মমতা সাফ জানালেন, পায়ে ধরে ক্ষমা না চাইলে ঊষারানি মণ্ডলের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।

এদিন হাড়োয়া সার্কাস ময়দানের সভা থেকে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। অবতার মন্তব্য নিয়ে ফের নিশানা করেন নরেন্দ্র মোদিকে। “বিজেপি হঠাও, দেশ বাঁচাও“- স্লোগান তুলে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, উনি না কি ২০৪৭ পর্যন্ত থাকবেন? এখনই ওনাকে বিদায় দিতে পারলে ভালো হয়। আর ১০দিন আছে- তার আগেই ইনি চলে গেলে ভালো! খোঁচা তৃণমূল সুপ্রিমোর। একই সঙ্গে এলাকায় টাকা বিলিয়ে বিজেপি ভোট কিনতে চাইছে বলেও অভিযোগ করেন মমতা।

এরপরেই দলীয় বিধায়ক ঊষারানি মণ্ডলের (Usharani Mandol) বিরুদ্ধে গর্জে ওঠে তৃণমূল সভানেত্রী। বিজেপির সঙ্গে ঊষারানির গোপন আঁতাঁতের অভিযোগ তুলে তিনি বলেন, “তৃণমূলের এমএলএ থাকবেন কিন্তু মিটিংয়ে আসবেন না, তা চলবে না। যত ক্ষণ ক্ষমা চেয়ে পায়ে না ধরবে, ততক্ষণ ঊষারানি মণ্ডলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আপনাদের মতো লোক চাই না। আপনি স্বামীকে নিয়ে দলটাকে বেচে দেবেন? এটা মানবো না।“

এদিন দুর্যোগের পূর্বাভাস সত্ত্বেও কথা দিয়েছিলেন বলে, মিনাখাঁর সভায় পৌঁছে যান মমতা। বলেন, “মা, বোনেদের শুভেচ্ছা, দোয়া, আশীর্বাদ ছিল বলেই এই দুর্যোগের মধ্যেও আসতে পেরেছি“।






spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...