শনিবার রাতেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। তার জেরে উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে প্রস্তুতি নেওয়া। এরই মধ্যে নজিরবিহীন সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ২১ ঘণ্টা বন্ধ রাখা হবে বিমান ওঠানামা। আবহাওয়া বদলে কোনওরকম ঝুঁকিই নিতে চায় না বিমান বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে শিয়ালদহ ও হাওড়া শাখায় লোকাল ট্রেন চলাচলও বিঘ্নিত হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টভি একটি বিবৃতিতে জানিয়েছেন, বাংলার উপকূল ও কলকাতায় সাইক্লোনের সম্ভাবনায় শনিবার একটি বৈঠক হয়। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন রবিবার, ২৬ মে বেলা ১২টা থেকে সোমবার, ২৭ মে সকাল ৯টা পর্যন্ত প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাসের কারণে সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে।

অন্যদিকে শিয়ালদহ শাখায় রেমালের প্রভাবে সোমবার ৩৪৫১৫ ও ৩৪৫১৭ আপ ক্যানিং লোকাল দুটি যথাক্রমে সকাল ৬টা ও ৬:২০-তে ছাড়বে। ৩৪৭৯১ আপ নামখানা লোকাল সকাল ৬টায় ছাড়বে। ৩৪৮১৭ ও ৩৪৮১৯ আপ ডায়মন্ড হারবার লোকাল দুটি যথাক্রমে সকাল ৫:৫০ ও ৬টায় ছাড়বে। এছাড়া হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-সিঙ্গুর শাখাতেও রেল যোগাযোগ শনিবার থেকে বিঘ্নিত হওয়ার বার্তা দিয়েছে পূর্ব রেল।
