শহরে নতুন গোয়েন্দা ‘অরণ্য’, তদন্তের টিজারে রহস্যের রসায়ন

ক্রিকেট খেলা আর রহস্য সমাধানের পাকা গোয়েন্দা হয়ে ওঠা কি এক? দুটোর মধ্যে আদৌ কোনও মিল আছে ? দুলাল দে-র (Dulal Dey)পরিচালনায় আসন্ন বাংলা সিনেমা ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’এই সূত্র ধরেই নতুন গোয়েন্দার সঙ্গে বাঙালির পরিচয় করাতে চলেছে। প্রকাশ্যে এলো সিনেমার টিজার। ছবির মুখ্য চরিত্র অরণ্য চট্টোপাধ্যায়ের (অভিনেতা জিতু কমল) গোয়েন্দাগিরির ধরণ একটু আলাদা। ডাক্তারির ছাত্র হলেও অরণ্যর প্যাশন ক্রিকেট। তাঁর গল্প লিপিবদ্ধ করেন জামাইবাবু সুদর্শন হালদার ওরফে শিলাজিৎ (Shilajit)। রানাঘাটের পটভূমিকায় তৈরি হওয়া এই গল্পের টিজারেই এক ‘ভাল’ মানুষ ডাক্তারের খুনের আভাস মিলেছে। আর সেই রহস্যেই জড়িয়ে পড়েছেন অরণ্য।

পেশায় ক্রীড়া সাংবাদিক দুলালের প্রথম ছবি ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশা বেড়েছে। ভাল লাগার গোয়েন্দাগিরি থেকে জটিল রহস্য সমাধানের পাকাপাকি হাত পাকাতে কতটা সফল হবেন অরণ্য? টিজারে জিতুর (Jeetu Kamal)উপস্থিতি বেশ স্মার্ট। ‘অপরাজিত’ অভিনেতাকে এই নতুন অবতারে বেশ পছন্দ হবে তাঁর দর্শকদের। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায় (Suhatra Mukherjee),রাফিয়াত রাশিদ মিথিলা, সায়ন ঘোষ সহ অন্যান্যরা।

অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়কে (Ananya Banerjee)। টুকরো ঝলকে নজর কেড়েছে সুহোত্র- মিথিলা রসায়ন। সিনেমা মুক্তি পাবে আগামী জুলাইয়ে।


 

Previous articleআতঙ্কের নাম ‘রেমাল’! উত্তর পূর্বে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বন্ধ স্কুল-কলেজ
Next articleখেলোয়াড়ের অভাব, নির্বাচক-কোচদের নিয়ে ম্যাচ খেলে দিব্যি জয় পেল অস্ট্রেলিয়া