কেন্দ্রীয় এজেন্সির নোটিশ পেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রোজভ্যালি মামলায় ( Rose Valley Scam) নায়িকাকে তলব করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর ছড়ালেও পরে জানা যায় রেশন মামলায় তলব করা হয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই লেনদেন সংক্রান্ত নথি নিয়ে সকাল ১১টার মধ্যে কলকাতায় ইডির (ED) সদর দফতরে হাজির হতে হবে ঋতুপর্ণাকে।

এই প্রথম নয়, এর আগেও ইডির তরফে তলব করা হয়েছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে। বাদ পড়েননি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)। টলিউডের হিট জুটির ৫০ তম ছবি মুক্তি ঘিরে যখন তুমুল ব্যস্ততা ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির তলব ঘিরে উঠছে প্রশ্ন। অসমর্থিত সূত্র বলছে, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে ঋতুপর্ণার উপস্থিতি এবং সংস্থার টাকায় বিদেশ ভ্রমণ – এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের৷ যদিও আরেকটি সূত্র বলছে রেশন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জুন ডাকা হয়েছে ঋতুপর্ণাকে। বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের সময় নাকি ঋতুপর্ণার নাম উঠে আসে। তাই তাঁর সঙ্গে কথা বলে নথি যাচাই করা হবে। অভিনেত্রী (Rituparna Sengupta) এখন মায়ামিতে। তিনি এই খবর পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছেন যে , রেশন মামলার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এখনও পর্যন্ত তাঁর কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি। টলি ক্যুইন জানিয়েছেন যে, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর দু’একটি অনুষ্ঠানে সাক্ষাৎ বিনিময় ছাড়া আর কোনও দিন কিছুই হয়নি। গোটা ঘটনায় তিনি যথেষ্ট বিরক্ত। বললেন, ‘‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। এক জন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তাঁর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!”

