Saturday, November 29, 2025

ভোট প্রচারের শেষ দিনে সুপারহিট অভিষেকের রোড শো, ভিড়ের রেকর্ড ফলতায় 

Date:

Share post:

গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে বৃহস্পতির সকালে নিজের লোকসভা কেন্দ্রে বর্ণাঢ্য রোড শো করলেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রচারের শেষ দিনের সকালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে একঝলক দেখতে যেভাবে রাস্তায় নামলেন মানুষ, তাতে চওড়া হাসি ঘাসফুল শিবিরে। কেন ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের(TMC ) দুর্গ হিসেবে পরিচিত, প্রচারের শেষ দিনেও তা ফের প্রমাণ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

এদিন বেলা ১১ টা নাগাদ ফলতা বিধানসভার অন্তর্গত জোড়া বটতলা থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত বর্ণাঢ্য রোড শো করেন অভিষেক (Abhishek Banerjee)। রাস্তায় কার্যত জনসুনামি তৈরি হয়। ডায়মন্ড হারবারের প্রার্থী এখান থেকেই তাঁর প্রচার শুরু করেছিলেন। সেই প্রথম দিনে যতটা উন্মাদনা দেখা গেছিল প্রচারের শেষ দিনে তা যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। পথের দুধারে উপচে পড়ছে মানুষ। অভিষেককে একঝলক দেখতে রাস্তার পাশাপাশি বাড়ির বারান্দা, ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- যেখানেই রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানেই রাস্তায় জনজোয়ার। এদিন সকালেও তার ব্যতিক্রম হল না।

নির্ধারিত রুট ধরে রোড শো যতো এগোতে থাকে ততই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাস্তা যেন তৃণমূলের দখলে চলে যায়। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। অভিষেককে একঝলক দেখতে ভিড় জমান সবাই। গরমের ক্লান্তিকে অগ্রাহ্য করে এদিন গাড়ির ছাদে বসে হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফলতা বিধানসভা এলাকার মানুষের স্বাগত-অভিনন্দন গ্রহণ করেন নতমস্তকে। ভালবাসার প্রত্যুত্তরে চেনা স্টাইলে গোলাপ ফুলের পাপড়ি উড়িয়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উদ্বেল হয়ে ওঠে জনতা। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

লোসকভা নির্বাচনের আগে থেকেই বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রেও। তিনি আগেই জানিয়েছিলেন, আগামী ৭দিন থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনাতেই। অভিষেক এদিন দুপুরে মহেশতলা বিধানসভা কেন্দ্রের বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রোড শো করবেন বলে তৃণমূল সূত্রে জানা গেছে।


 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...