হাতে আরমাত্র কয়েকদিন, তারপরই শুরু টি-২০ বিশ্বকাপ। ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। প্রথম ম্যাচে রোহিত শর্মাদের সামনে আয়ারল্যান্ড। আর ৯ জুন হাইভোল্টেজ ম্যাচ। ভারতের সামনে পাকিস্তান। আর এই ম্যাচেই জঙ্গি হানার আশঙ্কা। জানা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপের এই ম্যাচে হামলার হুমকি দিয়েছে আইএসএস-কে জঙ্গি সংগঠন। যার ফলে কঠোর করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। জানা যাচ্ছে, জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার জন্য আহ্বান করা হয়েছে। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘লোন উলফ’।

এই নিয়ে আমেরিকার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার বলেছেন, সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে। একটি ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ‘লোন উলফ’ হামলার হুমকি দেওয়া হয়েছে। যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন, সেখানে কোনও কিছুই উড়িয়ে দেওয়া যায় না।” জানা যাচ্ছে, নিউইয়র্কের গভর্নর নিরাপত্তা বৃদ্ধি করার জন্য নিউইয়র্ক স্টেট পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “এই মুহূর্তে আলাদা করে মানুষের নিরাপত্তা নিয়ে কোনও সংশয় তৈরি হয়নি। তবে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। গতকয়েক মাস ধরেই আমাদের প্রশাসন যোগাযোগ রাখছে নাসাউ কাউন্টি এবং ফেডারেল ল এনফোর্সমেন্টের সঙ্গে। নিউ ইয়র্কের মানুষ এবং বাইরে থেকে যাঁরা ওই ম্যাচ দেখতে আসবেন তাঁরা যাতে সুরক্ষিত থাকেন তার ব্যবস্থা আমরা করব।“


আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
