Thursday, November 6, 2025

পানীয় জলের সমস্যা মেটাতে তৎপর মেয়র, শিলিগুড়ি পুরসভার সামনে ফের ‘গাজোয়ারি’ বিজেপির

Date:

Share post:

পানীয় জলের (Drinking Water) সমস্যায় জেরবার শিলিগুড়ি (Siliguri)! সময় যত গড়াচ্ছে রাজ্য প্রশাসনের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হলেও ফের নোংরা রাজনীতির অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। ইতিমধ্যে পানীয় জলের সংকট মেটাতে শিলিগুড়ি শহরজুড়ে বাড়ানো হল ট্যাঙ্কের সংখ্যা। শুক্রবার সকাল থেকে ইতিমধ্যে ৪৭ ওয়ার্ডে পাঠানো হয়েছে মোট ২৯টি ট্যাঙ্ক (Tank)। এই ট্যাঙ্কের সংখ্যা আরও বাড়ানো হবে বলেই পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পিএইচই-এর (PHE) তরফেও জলের পাউচ তৈরি করে বিভিন্ন এলাকায় বিলি করা হচ্ছে বলে খবর। কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে রাজ্য প্রশাসন ও পুরসভা যৌথ উদ্যোগ নিলেও শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ি পুরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ তাঁদের সরাতে গেলে বাঁধে বিপত্তি! বাধা পেয়েই পুলিশের উপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থকদের গাজোয়ারির জেরে রীতিমতো অশান্তি ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, এদিন পুরসভার বাইরে যখন বিক্ষোভ চলছে ঠিক তখনই জল সমস্যা মেটাতে সাংবাদিক বৈঠক করছিলেন মেয়র গৌতম দেব। আচমকাই এমন অশান্তির খবর পেয়ে মাঝপথেই তিনবি সাংবাদিক বৈঠক বন্ধ করতে বাধ্য হন বলে খবর। এদিন শিলিগুড়ির জলসঙ্কট মোকাবিলায় পুরসভার তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, সাংবাদিক বৈঠকে সে সব নিয়েই কথা বলছিলেন মেয়র। গৌতম আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার থেকে একাধিক বার ফোন করে শিলিগুড়ির পরিস্থিতির খোঁজ নিয়েছেন। সঙ্কট মোকাবিলার জন্য পাউচ এবং জলের ট্যাঙ্কের পরিমাণও বাড়ানো হচ্ছে। এত দিন দিনে এক লক্ষ পানীয় জলের পাউচ শিলিগুড়িতে বিলি করছিল পুরসভা। এ বার থেকে দুই থেকে তিন লক্ষ পাউচ বিলি করার বন্দোবস্ত করা হবে। কিন্তু সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে যখন পুরসভার পদক্ষেপের বিষয় নিয়ে সরব মেয়র, তখনই পুরসভার বাইরে চরম অসভ্যতা শুরু বিজেপির কর্মী, সমর্থকদের।

তবে এদিন পুলিশি বাধার মুখে পড়ে গাজোয়ারি বন্ধ হয়ে যেতেই পুরসভার সামনে বসেই বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। আগেভাগেই শুক্রবার জল সমস্যা মেটাতে দুপুর ১টায় সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছিলেন মেয়র গৌতম দেব। এদিন সেই প্রতিশ্রুতিমতোই দুপুরে মেয়র সাংবাদিক সম্মেলন শুরুর আগে পুরসভার বাইরে চূড়ান্ত অসভ্যতা শুরু করে বিজেপি। পরে পুলিশ বিক্ষুব্ধদের সরাতে গেলেই শুরু হয়ে যায় গণ্ডগোল।

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...