Sunday, November 16, 2025

দলবদলে বড় চমক ইস্টবেঙ্গলের, লাল-হলুদে সই এই বিদেশি ফুটবলারের

Date:

Share post:

দলবদলে বড় চমক দিল ইস্টবেঙ্গল এফসি। সুত্রের খবর, ২০২৩-২৪ আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে সই করিয়ে নিল লাল-হলুদ। জানা যাচ্ছে, গ্রিসের এই তারকা ফুটবলারের মেডিক্যাল রিপোর্ট দেখে সন্তুষ্ট ইস্টবেঙ্গল কর্তারা। আর তাই দিমিত্রিয়সের সঙ্গে চুক্তি সেরে ফেলল ইস্টবেঙ্গল। যদিও এই নিয়ে মুখ খোলেনি লাল-হলুদ।

কেরালা ব্লাস্টার্সের হয়ে গত মরশুমে খেলেছেন দিমিত্রিয়স। আইএসএল-এর সেরা ফুটবলার হয়েছিলেন এই স্ট্রাইকার। আর এবার তাঁকে দেখা যাবে লাল-হলুদ জার্সিতে। সরকারি ঘোষণা না হলেও, সূত্রের খবর, দিমিত্রিয়স সই করে ফেলেছেন লাল-হলুদে। দুবছরের জন্য ইস্টবেঙ্গলে আসবেন তিনি। গত আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে ১৭টি ম্যাচ থেকে ১৩ টি গোল করেছিলেন তিনি। আইএসএলের সেরা গোলদাতা হয়েছিলেন তিনি। জিতেছিলেন গোল্ডেন বুট। ইস্টবেঙ্গল তাঁকে এবার সই করানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিল। তবে এক্ষেত্রে নিশ্চয়তা দেওয়া যাচ্ছিল না তাঁর চোটের কারণে। চোট থেকে সুস্থ না হলে দিমিত্রিয়সকে সই করানো হবে না বলেই জানিয়েছিল লাল-হলুদ টিম ম্যানেজেমেন্ট। অবশেষে শুক্রবার কর্তারা তাঁর চোটের বর্তমান অবস্থার ব্যাপারে জানতে পেরেছেন।

এবার শক্তিশালী দল তৈরি করতে মরিয়া ইস্টবেঙ্গল। রক্ষণে হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। সল ক্রেসপো, ক্লেটন সিলভার সঙ্গেও চুক্তি বাড়ানো হয়েছে। শুরু থেকেই গ্রিক এই স্ট্রাইকারকে সই করাতে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদে তাঁর আনুষ্ঠানিক সই হয়ে যাওয়ায় ক্লেইটন সিলভার সঙ্গে জুটি বাঁধবেন তিনি। দুই বিদেশি স্ট্রাইকারের পাশাপাশি মাদিয়া তালাল নীচ থেকে অপারেট করবেন। পাশাপাশি ডিফেন্ডার হিজাজি মাহেরের সঙ্গে আরও এক স্টপারকে সই করাতে চাইছে লাল-হলুদ। এখন দেখার কোন ডিফেন্ডারকে সই করায় ইস্টবেঙ্গল। তবে এবার যে যথেষ্ট ভাল দল গড়ছে ইস্টবেঙ্গল তা বলাই যায়।

আরও পড়ুন- ভক্তের অস্ত্রোপচার দায়িত্ব নিলেন মাহি, মন কেড়েছে নেটিজেনদের

spot_img

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...