Thursday, August 21, 2025

মৌনব্রত মোদির টুইট! কটাক্ষ তৃণমূল সাংসদ সাকেতের

Date:

Share post:

মৌনব্রত, অর্থাৎ কথা বলবেন না। ধ্যান, অর্থাৎ আত্ম নিমগ্ন হওয়া। তার মধ্যে টুইট (tweet) করা কী সম্ভব? তেমনটাও করে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সুদূর কন্যাকুমারিতে ধ্যানে বসে পূর্ব, উত্তর-পূর্ব ভারতের মানুষদের দুর্যোগে দুরবস্থা নিয়ে সহানুভূতি জানাতে ভুললেন না নরেন্দ্র মোদি। আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)।

বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার আগেই কন্যাকুমারির বিবেকানন্দ রকে ধ্যানে বসেন মোদি। ৪৫ ঘণ্টা মৌন থেকে আত্মমগ্ন হওয়ার কথা তিনি নিজে ঘোষণা করেন। জানানো হয়েছিল সব পরিস্থিতি থেকে নিজেকে বিচ্ছন্ন করে ধ্যানমগ্ন হবেন তিনি। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী টুইট করেন, ঘূর্ণিঝড় রেমাল (Re-mal) পরবর্তী পরিস্থিতিতে প্রাকৃতিক বিপর্যয় অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও বাংলায়। সেই পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন (took stock of) বলে টুইটে জানানো হয়। কেন্দ্র সরকার রাজ্যগুলিকে সব ধরনের সাহায্য করছে, এবং ক্রমাগত পরিস্থিতির উপর নজর রাখছে। ক্ষতিগ্রস্তদের জন্য আধিকারিকরা উপস্থিত হয়ে কাজ করছেন, এমনটা জানানো হয় টুইটে।

এরপরই মূলত দুটি বিষয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। বিকাল ৫.০৭ মিনিটে কীভাবে মোদি গোটা পরিস্থিতির উপর নজরদারি করেছেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়। যে নরেন্দ্র মোদি নিজে জানিয়েছিলেন নিজেকে সবকিছু থেকে দূরে রেখে (cut off) মৌনব্রত পালন করবেন, তিনি কীভাবে সবকিছুর উপর নজরদারি করবেন। এমনকি গভীর ধ্যানে বসা মোদি কীভাবে নজরদারি রেখে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়। সেই সঙ্গে সাংসদের প্রশ্ন বিকাল হতেই প্রচারের ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে। তাই কী মোদিও ধ্যান বন্ধ করে টুইট করেছেন, প্রশ্ন সাকেতের।

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...