সকাল থেকেই শুরু হয়েছে চলতি লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। এই পর্বে বাংলায় যে ৯টি আসনে ভোট গ্রহণ চলছে, তার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র যাদবপুর। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ। তীব্র উত্তেজনা। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন।

সিপিএম প্রার্থীর অভিযোগ ছিল বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হিমছি প্রাথমিক বিদ্যালয় ১৫৩,১৫৪,১৫৫ ও ১৫৬ নম্বর বুথের বাইরে এই উত্তেজনা তৈরি হয়।
