Tuesday, November 4, 2025

২৯৫ আসন পাবে I.N.D.I.A. জোট! বৈঠক শেষে দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের

Date:

Share post:

আজ, শনিবার চলতি ম্যারাথন লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফা। ফলাফল ৪ জুন। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ফলাফলের চুলচেরা বিশ্লেষণ। এদিকে ফলাফল বেরোনোর আগে, শেষ দফার ভোটের দিনই দিল্লিতে বৈঠকে বসেছিল I.N.D.I.A. জোট। যদিও এই বৈঠকে থাকছে না তৃণমূল। তবে এই বৈঠকে না থাকলেও তৃণমূলকে ইন্ডিয়া জোটের ‘গুরুত্বপূর্ণ সহযোগী’ হিসেবে তকমা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। অন্যদিকে, বৈঠক শেষে আত্মবিশ্বাসের সুর কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের শরিকদের। ২৯৫টি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট! বৈঠক শেষে দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। সেই সঙ্গে ফল প্রকাশের আগে নির্বাচনের কমিশনের কাছেও যাওয়ার দাবি জানালেন খাড়গে।
এদিন দুপুর ৩টেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে বসতে চলেছে I.N.D.I.A. জোটের বৈঠক। এই বৈঠকে কংগ্রেস নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ সাংসদ সঞ্জয় সিং, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।
তৃণমূলের ইন্ডিয়া জোটে থাকা নিয়ে বৈঠকের আগেই সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, তৃণমূল ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক। একই সুরে মল্লিকার্জুন খাড়্গেও জানিয়েছেন, কলকাতার ভোটের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসতে পারছেন না, তা আগাম জানানো হয়েছে।
ভোট গণনার আগে গণনা সংক্রান্ত যে অভিযোগ বিরোধী জোটের রয়েছে তা নিয়ে রবিবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে জোটের সদস্যরা। এই সব অভিযোগ নিয়ে সংশোধনের দাবি জানানো হবে। সেই সঙ্গে সংশোধনের পরে দ্রুত সেই নির্দেশ প্রত্যেক জেলার নির্বাচন আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার দাবিও জানানো হবে বলে জানান খাড়গে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...