Friday, December 19, 2025

২৯৫ আসন পাবে I.N.D.I.A. জোট! বৈঠক শেষে দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের

Date:

Share post:

আজ, শনিবার চলতি ম্যারাথন লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফা। ফলাফল ৪ জুন। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ফলাফলের চুলচেরা বিশ্লেষণ। এদিকে ফলাফল বেরোনোর আগে, শেষ দফার ভোটের দিনই দিল্লিতে বৈঠকে বসেছিল I.N.D.I.A. জোট। যদিও এই বৈঠকে থাকছে না তৃণমূল। তবে এই বৈঠকে না থাকলেও তৃণমূলকে ইন্ডিয়া জোটের ‘গুরুত্বপূর্ণ সহযোগী’ হিসেবে তকমা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। অন্যদিকে, বৈঠক শেষে আত্মবিশ্বাসের সুর কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের শরিকদের। ২৯৫টি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট! বৈঠক শেষে দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। সেই সঙ্গে ফল প্রকাশের আগে নির্বাচনের কমিশনের কাছেও যাওয়ার দাবি জানালেন খাড়গে।
এদিন দুপুর ৩টেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে বসতে চলেছে I.N.D.I.A. জোটের বৈঠক। এই বৈঠকে কংগ্রেস নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ সাংসদ সঞ্জয় সিং, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।
তৃণমূলের ইন্ডিয়া জোটে থাকা নিয়ে বৈঠকের আগেই সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, তৃণমূল ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক। একই সুরে মল্লিকার্জুন খাড়্গেও জানিয়েছেন, কলকাতার ভোটের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসতে পারছেন না, তা আগাম জানানো হয়েছে।
ভোট গণনার আগে গণনা সংক্রান্ত যে অভিযোগ বিরোধী জোটের রয়েছে তা নিয়ে রবিবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে জোটের সদস্যরা। এই সব অভিযোগ নিয়ে সংশোধনের দাবি জানানো হবে। সেই সঙ্গে সংশোধনের পরে দ্রুত সেই নির্দেশ প্রত্যেক জেলার নির্বাচন আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার দাবিও জানানো হবে বলে জানান খাড়গে।

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...