Sunday, August 24, 2025

জামিনের বিরোধিতা! আদালতে কেজরিওয়ালকে ‘মিথ্যাবাদী’ সম্বোধন ইডির

Date:

Share post:

মিথ্যা বলছেন অরবিন্দ কেজরিওয়াল! এবার রাউস অ্যাভিনিউ আদালতে এমনই অভিযোগ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শনিবার আদালতে ইডির আইনজীবীর অভিযোগ, নিজের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। গ্রেফতারির পর কেজরিওয়ালের অভিযোগ ছিল ক্রমাগত তাঁর ওজন কমে যাচ্ছে কিন্তু আদপে ঠিক তার উল্টো হয়েছে বলে এদিন আদালতে দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তবে চলতি বছর গোটা লোকসভা ভোট পর্ব জুড়ে কেজরিওয়াল বনাম মোদি সরকারের দ্বৈরথ দেখেছে দেশবাসী। ভোট মিটতেই এবার কেজরিওয়ালকে রীতিমতো ‘মিথ্যাবাদী’ বলেই অভিযোগ ইডির। তবে এদিন ইডির আইনজীবীর বক্তব্য শোনার পর আগামী ৫ জুন পর্যন্ত রায় সংরক্ষিত রেখেছে আদালত।

তবে শনিবার লোকসভা ভোট মিটতেই তিহারে ফিরবেন আপ সুপ্রিমো। শুক্রবারই সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি কেরেন, জেল হেফাজতে নাকি তাঁর ওজন ছ’কিলোগ্রাম কমে গিয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানান, অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পরেও তাঁর ওজন এক কিলোগ্রাম কমেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ ইডি। গত বৃহস্পতিবারই স্থায়ী জামিন চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। শনিবার ইডি সেই আবেদনের বিরোধিতা করে কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার পাল্টা অভিযোগ সামনে এনেছে ইডি। পাশাপাশি শুক্রবার সাংবাদিক বৈঠকে কেজরি জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা মেনে আগামীকাল অর্থাৎ রবিবারই তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন তিনি।

দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন আপ সুপ্রিমো। গত ১০ মে আপ প্রধানকে লোকসভা ভোটের প্রচারে সুযোগ দিতে ১ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। অন্তর্বর্তী জামিনের শর্ত অনুযায়ী, ২ জুন তিহার কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই মতো রবিবারই তিহারে ফিরবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ২০২১-এ exit poll মেলেনি, ২০২৪ নির্বাচন শেষে সমীক্ষায় ভরসা নেই বাংলার

 

spot_img

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...