নিজের বাড়িতেই আক্রান্ত মিমি! রক্তাক্ত অভিনেত্রী দোষ দিচ্ছেন কাকে?

ভোট মঙ্গলে যখন সকলের নজর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তখন নিজের বাড়িতেই আক্রান্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Tollywood actress Mimi Chakraborty)। রক্তাক্ত নায়িকা নিজেই জানালেন আঘাতের কথা। সমাজমাধ্যমে নিজের ক্ষতবিক্ষত অবস্থার ছবি শেয়ার করে দোষীকে চিনিয়ে দিলেন মিমি!

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সারমেয় প্রীতির কথা কারণ অজানা নয়। কিন্তু সেখান থেকেই যে এভাবে বিপদ আসবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি নায়িকা। অভিনেত্রীর বাড়িতে একাধিক পোষ্য রয়েছে। মাঝেমধ্যেই তাদের ছবি শেয়ার করেন মিমি। এবার জানালেন আক্রান্ত হওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতেই দেখা গেল তাঁর পায়ের ক্ষতস্থানের ছবি! পোষ্যদের মধ্যেই কেউ এহেন কাণ্ড ঘটিয়েছে সেটাও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। তবে নায়িকা বরবারই পশুপ্রেমী। তাই এতকিছুর পরও নিজের সারমেয়দের আদরে ভরিয়ে দিয়ে নেটপ্রেমীদের প্রশংসা পেলেন তিনি।