কৃষককে অপহরণ করে খুন করার অভিযোগে ফের অশান্ত মণিপুর। দীর্ঘদিন ধরে শান্তি বজায় থাকা জিরিবাম জেলায় নতুন করে অশান্তি শুরু হওয়ার জোর তৎপরতা শুরু জেলা পুলিশ ও প্রশাসনের। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। কোনও ধরনের গুজব ছড়ানো নিয়ে জারি হয়েছে নির্দেশিকা। গুজব নিয়ে কড়া নজরদারি জারি রেখেছে প্রশাসন।

জিরিবাম জেলার জিরিবাম থানা এলাকার বাসিন্দা সইবাম শরৎ কুমার সিং (৫৯) বৃহস্পতিবার সকালে জমির কাজ দেখতে বেরিয়ে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি তাঁকে অপহরণ করা হয়। এরপর তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের বাকি অপহরণ করে খুন করা হয় শরৎ কুমারকে। আদিবাসী গোষ্ঠীকে খুনের পিছনে দায়ী করেন তাঁরা।


প্রায় দেড় বছর ধরে অশান্ত মণিপুরের জিরিবাম জেলা কখনও হিংসার ঘটনা দেখেনি। এই জেলায় মেইতি, কুকি উভয় সম্প্রদায়ের পাশাপাশি অমণিপুরি, নাগা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। ফলে এই জেলায় শান্তি বিঘ্নিত হয়নি। নির্বাচন মিটতেই সেই জেলায় খুনের ঘটনা স্থানীয়দের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ও দোষারোপের পরিস্থিতি তৈরি করে। এমনকি এই পরিস্থিতির অজুহাতে নির্বাচন প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা অস্ত্র ফেরতের দাবি তোলা শুরু করে স্থানীয়রা।

বিক্ষুব্ধ বাসিন্দারা খুনের তদন্ত দাবি করে একটি অস্থায়ী কাঠামোয় আগুন লাগিয়ে দেয়। তবে পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। কোনও ধরনের গুজব থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।

