Monday, August 25, 2025

রাত থেকে সকাল, শিয়ালদহ প্ল্যাটফর্ম জুড়ে ট্রেনের সারি! চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের 

Date:

Share post:

কেউ যাবেন বনগাঁ, কেউ বারাসত বা হাসনাবাদ। রাত গড়িয়ে সকাল তবু ভিড় কমলো না শিয়ালদহ প্ল্যাটফর্মে (Sealdah Train Cancel)। থিক থিক করছে ভিড়। শুক্রবারের ভোগান্তির জের শনির সকালেও একই রয়ে গেছে। শিয়ালদহের (Sealdah Division) ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। তার জেরে বদল আনা হয়েছে রেল পরিষেবায়(ER)। স্টেশনে পৌঁছে দেখা গেল ৬ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে একের পর এক লোকাল ট্রেন। যাত্রীরা বলছেন, শুক্রের রাতেও একই ছবি ছিল। যে পাঁচ প্ল্যাটফর্মে কাজ চলছে সেখান থেকে যাতে ১২ কামরার ট্রেন ছাড়তে পারে, সেই কারণেই রেলের এই ‘কর্মযজ্ঞ’। কিন্তু কাজের কারণে যেভাবে পরিষেবা ব্যাহত হচ্ছে তাতে চরম ক্ষুব্ধ যাত্রীরা। প্রশ্ন, পরিষেবার নামে কি ছেলে খেলা চলছে?

বৃহস্পতিবার মধ্যরাত থেকে কাজ শুরু হওয়ার কথা বলা হলেও কোন কোন ট্রেন বাতিল, নিয়ন্ত্রিত যাত্রাপথে যাতায়াত করবে কোন ট্রেনগুলি তা সময় মতো না-জানানোয় যাত্রীদের একাংশ রেলের বিরুদ্ধে সরব হন। তাছাড়া রেলের এই খবর শুক্রবারের সংবাদপত্রে প্রকাশিত হয়, ততক্ষণে বহু মানুষ কর্মস্থলের দিকে রওনা দিয়েছেন। স্বাভাবিক ভাবেই এতে দুর্ভোগ বেড়েছে। একাধিক ট্রেন বাতিলে ভিড় বাড়ছে। টিটাগড়ের এক যুবকের ট্রেন থেকে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু রেল কর্তৃপক্ষের তাতে হেলদোল নেই। যাত্রা বলছেন গত কয়েক মাসে শিয়ালদহ এবং হাওড়া শাখায় যেভাবে রেলের কাজের নামে সাধারণ মানুষকে হয়রান করেছে পূর্ব রেল, তাতে ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। কোনও ট্রেন সময় মত প্লাটফর্মে ঢোকে না। রাত হোক বা সকাল দুপুর হোক বা সন্ধ্যা, কখন কোন ট্রেন ছাড়বে তার নির্দিষ্ট সূচি মানার কোনও প্রচেষ্টাই নেই রেলের তরফে। সাধারণ মানুষের ভোগান্তিতে কার্যত ‘ঠুঁটো জগন্নাথ’ হয়ে বসে রয়েছে কর্তৃপক্ষ। শিয়ালদহে যেমন পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকায় ভিড় উপচে পড়েছে বাকি প্ল্যাটফর্মগুলিতে, একই রকম ভাবে দমদম জংশন এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও প্রবল ভিড় ছিল সারা দিন। রাতেও সেই ভিড় এক ফোঁটাও হালকা হয়নি।

শনি ও রবিবার কোন কোন ট্রেন বাতিল-

শিয়ালদহ ব্যারাকপুর শাখা

আপ ট্রেন সকাল ৬.৪৮, সকাল ৭.৩৩, সকাল ৭.৪৬, সকাল ৮.০০, সকাল ৮.১৩, সকাল ৯.০৫, সকাল ৯.২৮, সকাল ৯.৪০, সকাল ১০.০৫, বেলা ১.৪২ এবং সন্ধ্যায় ৬.২৮। ডাউনে সকাল ৭.৪০, সকাল ৮.২২, ৮.৩৫, ৮.৪৮, সকাল ৯.০২, ৯.৫৭, ১০.১৬, সকাল ১০.৩০, ১১.০০, বেলা ২.৪২, সন্ধ্যায় ৬.৩০, ৭.২৫।

শিয়ালদহ নৈহাটি শাখা

আপ ট্রেন সকাল ৪.৪০, সকাল ৬.৩৮, সকাল ৭.৫২, সকাল ৯.৩৪, সকাল ১০.৪৫, সকাল ১২.২০, বেলা ১.০৭, বেলা ৩.৫৫, সন্ধ্যায় ৬.০৫, ৬.৩৫, ৭.৪২, ৯.২০, রাত ১০.২২। ডাউনে সকাল ৪.৫০, সকাল ৭.৫২, ৮.৩০, ৯.১০, ১০.৪৭, বেলা ১২.০০, ১.৪০, ২.৫০, বিকেল ৫.২২, সন্ধ্যায় ৭.২০, ৭.৪৭, ৯.০৮, ৯.২৮।

শিয়ালদহ বারাসত শাখা

আপ ট্রেন সকাল ৮.৫৮, সকাল ১০.৩৫, সকাল ১০.৫৮, সন্ধ্যা ৬.১৪, রাত ৮.৩৯ মিনিট। ডাউনে সকাল ৮.১৫, ৯.৩৫ এবং বিকেল ৪.২২।

শিয়ালদহ ডানকুনি শাখা

আপ সকাল ৬.০৫, সকাল ৭.৪৬, সকাল ৮.২৪, সকাল ১০.১৫, বেলা ১.২৫ এবং রাত ৮.৪২। ডাউনে সকাল ৭.০২, ৮.৪৪, ৯.১৫, ১১.২২, বেলা ২.২২, রত ১০.৫০।

শিয়ালদহ রানাঘাট শাখা

আপ লাইনে সকাল ৬.২০, সকাল ৮.০০ বিকেল ৪.২৫, বিকেল ৫.৫৪, রাত ৮.২৫, রাত ১০.০৮। ডাউনে সকাল ৪.২০, সকাল ৭.৪৫, সকাল ১০.১২, বেলা ১২.৫০, বিকেল ৫.২৮, সন্ধ্যায় ৬.৪২, সন্ধ্যায় ৭.২৫ এবং রাত ৯.৩৭।

শিয়ালদহ-মধ্যমগ্রাম লাইন

আপ লাইনে সকাল ৭.৩২, ৯.৩০ এবং ডাউন লাইনে ৮.৫২, রাত ১০.০৩।

শিয়ালদহ-দত্তপুকুর শাখা

আপ লাইনে সন্ধ্যা ৭.৫২ এবং রাত ৯.০৬।

শিয়ালদহ-কৃষ্ণনগর শাখা

আপ সকাল ০৫.০৫ এবং রাত ১০.০০।

শিয়ালদহ-বনগাঁ শাখা

আপ লাইনে বিকেল ৫.৩২ লেডিস স্পেশ্যাল, ডাউনে ৭.১৫ লেডিস স্পেশ্যাল এবং ৯.৩৫-এর ট্রেন।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...