জনপ্রতিনিধি হিসেবে মেজাজ হারানো ঠিক হয়নি: রেস্তোরাঁকাণ্ডে ক্ষমা চাইলেন সোহম

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে গালিগালাজ করা মেজাজ হারান। নিউটাউনের (NewTown) এক রেস্তোরাঁর মালিকের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিধায়ক ও টলিউডে অভিনেতা সোহম চক্রবর্তীর (Shoham Chakraborty) বিরুদ্ধে। তবে, বিষয়টি নিয়ে শোরগোল হতেই ভুল স্বীকার করেন নিলেন সোহম। জানান, জনপ্রতিনিধি হিসেবে এ ভাবে মেজাজ হারিয়ে কারও গায়ে হাত তোলা মোটেও উচিত হয়নি। তিনি ক্ষমাপ্রার্থী।শুক্রবার রাতে নিউটাউনের এক রেস্তরাঁয় ঘটনার সূত্রপাত গাড়ি পার্কিং করা নিয়ে। বিষয়টি নিয়ে মালিকের সঙ্গে কথা কাটাকাটি জড়িয়ে পড়েন সোহম। অভিযোগ, সেই সময়ে রেস্তরাঁর মালিক আসুল আলম তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও কুকথা বলতে শুরু করেন। তখনই মেজাজ হারিয়ে গায়ে হাত তোলেন সোহম। সোহমের (Shoham Chakraborty) অভিযোগ, সেই সময়ই তাঁকে গালিগালাজ করা হয়, গায়ে হাত তোলা হয় তাঁর দেহরক্ষীর। তবে শনিবার দুপুরে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে সোহম বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমাকে ও আমার দেহরক্ষীকেও খারাপ কথা বলা হয়। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।”

রেস্তোরাঁর তরফ থেকে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, সোহমের মারমুখী চেহারা। কিন্তু আসল ঘটনার সূত্রপাত আধ ঘণ্টা বা ৪৫ মিনিট আগের বলে জানান অভিনেতা। সোহম জানান, সব ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসেনি। তবে, সোহন স্বীকার করেন একজন জনপ্রতিনিধি হিসেবে মেজাজ হারানো তাঁর উচিত হয়নি। বিষয়টা প্রশাসনের হাতে ছেড়ে দেওয়াই উচিত ছিল। সোহমের বক্তব্য নিয়ে এখনও রেস্তোরাঁ কর্তৃপক্ষের কোনও মন্তব্য মেলেনি।





Previous articleসুর শুনে গান খুঁজে দেবে YouTube! এসে গেল নতুন ফিচার 
Next articleলোকসভায় বিরোধী দলনেতা রাহুল, এবার ‘ধন্যবাদ যাত্রা’র প্রস্তুতি!