Sunday, January 11, 2026

সরাসরি অভিযোগ জানাতে অ্যাপ চালু করছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা

Date:

Share post:

অনেক সময়েই অভিযোগ ওঠে যে বিধায়ক নির্বাচিত হয়ে যাওয়ার পর আর এলাকায় খুঁজে পাওয়া যায়না। এবার সেই ধারণা বদলাতে উঠেপড়ে লেগেছেন বরানগর উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।এবার থেকে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিধায়কের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। শুধু তাই নয় যে কোনও রকম অসুবিধার কথা অভিযোগের কথা জানাতে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলেছে একটি অ্যাপ। শুধু তাই নয় বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন স্কুল এবং কলেজে মহিলাদের জন্য বিশেষ ভেন্ডিং মেশিন চালু করার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছেন তিনি। মহিলাদের ক্ষেত্রে যে কোন রকম আইনি সহায়তাযর জন্য বিশেষ ভাবে উদ্যোগ নিচ্ছেন বরানগরের বিধায়ক। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন সায়ন্তিকা।

বরানগর বিধানসভা কেন্দ্র উপ নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের ঘরের মেয়ে হয়ে উঠতে তৎপর তিনি। তার কেন্দ্রের নিত্যদিনের সমস্যা দূর করতে তৎপর তিনি। প্রতিশ্রুতি মতো বরানগর জুড়ে ড্রেনেজ মাস্টার প্ল্যান নিয়ে এবার তৎপর তিনি। জল জমার সমস্যা, দূর করতে এবার ড্রেনেজ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে বিশেষভাবে দৃষ্টিপাত করছেন তিনি। এদিন তিনি বলেন, যেখানে সংগঠন দুর্বল আছে সেই জায়গাগুলো আমি ঠিক করব। শপথ গ্রহণের দিনে বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা জুড়ে কাউন্সিলরদের মাধ্যমে প্রায় শতাধিক গাছ বিতরণ করে প্রকৃতিকে রক্ষা করার ক্ষেত্রে বিশেষভাবে উদ্যোগী হবেন বলেও এদিন তিনি জানিয়েছেন। এর পাশাপাশি পানীয় জলের সমস্যা দূর করতেও বিশেষ ব্যবস্থা নিচ্ছেন তিনি।

 

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...