Thursday, August 21, 2025

রথযাত্রা উপলক্ষে তুঙ্গে তৎপরতা! ভক্তদের জন্য বড় ঘোষণা পুরীর মন্দির কর্তৃপক্ষের

Date:

Share post:

সামনেই আসছে রথযাত্রা (Rathyatra)। এবছর জুলাইয়ের ১৪ তারিখ জগন্নাথ দেবের রথযাত্রা। আর তার আগেই জোরকদমে শুরু প্রস্তুতি। ইতিমধ্যে নতুন রথ তৈরির কাজ শুরু হয়েছে। সেই ছবি সামনে এসেছে। তবে রথযাত্রার আগেই মন্দিরে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সূত্রের খবর, রথযাত্রার আগেই পুন্যার্থিদের জন্য খুলে যাচ্ছে মন্দিরের চারটি দরজা। যার ফলে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করতে হবে না পুণ্যার্থিদের। তাই এবার আরো সহজ হতে চলেছে দেবদর্শন।

অনেকদিন ধরেই পুরীর (Puri) এই জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন ভক্তরা। এই মুহূর্তে ভক্তদের প্রবেশের জন্য কেবলমাত্র পুরীর সিংহ দ্বারটাই খোলা রয়েছে। ধীরে ধীরে আরো দুটি দরজা খোলারও ব্যবস্থা করা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী দু-চার দিনের মধ্যেই বাকি সবকটি দরজাও খুলে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই এই মর্মে প্রস্তুতি শুরু করে দিয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন।

মূলত রথযাত্রার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে নির্দিষ্ট কোন দিনক্ষণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। গত রবিবার পুরীর জেলাশাসকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। তারপরেই সোমবার একটি দল পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে এসে পৌঁছয় সোমবার। বর্তমানে এই মন্দিরের চারটি ফটক কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখার জন্য পুরির মন্দিরে পৌঁছেছিলেন ওই স্পেশাল টিম। মন্দিরের সিংহদুয়ারের সামনে দিয়ে যেভাবে সমস্ত নির্দিষ্ট নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভক্তরা জগন্নাথধামে প্রবেশ করেন, বাকি তিনটি দরজার ক্ষেত্রেও একই নিয়ম চালু করা হবে বলেই খবর।

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...