Monday, November 10, 2025

চিকিৎসার কারণে সংগঠনের কাজ থেকে কিছুদিনের বিরতি: এক্স হ্যান্ডেলে পোস্টে জানালেন অভিষেক

Date:

Share post:

লোকসভা ভোটের আগে থেকেই সংগঠনকে চাঙ্গা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেরিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফলও পেয়েছেন হাতেনাতে। বাংলায় তৃণমূলের বিপুল জয়। রেকর্ড ভোটের ব্যবধানে জিতেছেন নিজের কেন্দ্রে। এবার চিকিৎসার কারণে কিছুদিনের জন্য সংগঠনের কাজ থেকে বিরতি নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার নিজেই এক্স হ্যান্ডেলে (X Handle) পোস্ট করে নিজেই জানিয়েছেন তিনি।নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক,
“গত বছর এরকম সময়ে নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে সারাবাংলা ঘুরে মানুষের সমস্যা ও  চ্যালেঞ্জগুলি বোঝার সুযোগ হয়েছিল। মূল্যবৃদ্ধি ও MGNREGA বকেয়া বন্ধের কারণে কারণে মানুষের দুর্ভোগ আমাকে গভীরভাবে প্রভাবিত করে। তারই জবাবে তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে বিক্ষোভ সংগঠিত করে এবং জনগণের অধিকারের জন্য লড়াই করার জন্য বিষয়টি দিল্লিতে নিয়ে যায়। সৌভাগ্যক্রমে, পরিবারগুলিকে সাহায্য করার জন্য লক্ষ্মীর ভান্ডার স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা বৃদ্ধির সঙ্গে ফেব্রুয়ারিতে এটির সমাধান করা হয়েছিল৷
আমাদের প্রতি বাংলার জনগণ তাদের আস্থা ও বিশ্বাস রাখায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও সংঘাতের মনোভাব দেখে বাংলার মানুষ হতাশর ফল। মানুষের মাথার ছাদও কেড়ে নেওয়া হয়েছে। আমরা ২১ ডিসেম্বরের মধ্যে এটির সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি এবং আমি ইতিমধ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্যাটিকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করেছি৷
কিছু শারীরিক সমস্যার কারণে আমি সংগঠন থেকে একটি সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি। এই ছুটিতে মানুষে চাহিদাগুলি খোঁজার ও বোঝার সুযোগ হবে। আমি বিশ্বাস করি যে রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাঁদের প্রয়োজন তাঁদের জন্য ন্যায়বিচারে কোনও চেষ্টা বাকি রাখবে না।”

লোকসভা ভোটের ফল বেরনোর দিনই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে পাশে বসেছিলেন অভিষেক। পরে শনিবার, দলীয় বৈঠকেও ছিলেন তিনি। তবে, চিকিৎসার কারণে এর আগেও বাইরে গিয়েছেন অভিষেক। তাঁর চোখের সমস্যার সমাধানে কখনও হায়দরাবাদ, কখনও সিঙ্গাপুর  বা কখনও আমেরিকায় যেতে হয়েছে তাঁকে। এবার, চিকিৎসার কারণে আপাতত কদিনের জন্য ব্রেক নিচ্ছেন বলে এক্স হ্যান্ডেলে (X Handle) জানালেন তিনি।






spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...