Saturday, November 8, 2025

মোদির সফরের আগেই গান্ধীমূর্তি ভাঙচুর! ইতালিতে খালিস্তানি ‘সন্ত্রাস’

Date:

Share post:

মোদি জমানায় গোটা বিশ্বে খালিস্তানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক এখন এমন হয়ে দাঁড়িয়েছে, নরেন্দ্র মোদির সফরের সঙ্গে তাঁদের প্রতিবাদ প্রকট হয়ে উঠছে। এবার ইতালিতে খালিস্তানি হামলার শিকার মহাত্মা গান্ধীর মূর্তি। উদ্বোধনের কিছুক্ষণের মধ্যে মূর্তি ভাঙল খালিস্তানি জঙ্গিগোষ্ঠী। সেই সঙ্গে খালিস্তানি হুমকিও দেওয়া হল নিজ্জর খুনের প্রসঙ্গে। ঠিক একদিন পরেই দেশে জি-সেভেন সামিট শুরু হবে। সেখানে যোগ দেবেন নরেন্দ্র মোদিও। তার আগে যেন ভারতের নজর কাড়তেই এই হামলা চালালো জঙ্গিগোষ্ঠী।

বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় দক্ষিণ ইতালির ব্রিনদিশি শহরে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। এই শহরেই বুধবার মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করে ইতালির প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই মূর্তি ভেঙে ফেলে খালিস্তানি দুষ্কৃতীরা। মূর্তির পাদদেশে লেখা হয় খালিস্তানি হুমকি। সেখানে হরদীপ সিং নিজ্জরের খুনেরও প্রতিবাদ করা হয়।

১৪ জুন থেকে ইতালিতে শুরু হচ্ছে জি-সেভেন সামিট। সেখানেই যোগ দেবেন নরেন্দ্র মোদি। কার্যত তাঁর দৃষ্টি আকর্ষণ করতেই এই হামলা, দাবি রাজনীতিকদের। ইতালি প্রশাসনের পক্ষ থেকে ভারত সরকারকে গোটা ঘটনা জানানো হয়েছে বলে জানান ইতালিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বাণি রাও। সেই সঙ্গে ইতালি প্রশাসনকে দুষ্কৃতীদের গ্রেফতার ও দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে, এমনটাও জানান।

তবে মোদির সফরে খালিস্তানি সন্ত্রাস এই প্রথম নয়। ২০২৩ সালেও অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামী নারায়ণ মন্দিরে দেওয়াল লিখন হয় মোদির সফরের আগেই। এমনকি বিদেশে মহাত্মার মূর্তি ভাঙাও প্রথমবার নয়। গত বছর কানাডায় খালিস্তানিদের উপদ্রব বাড়ার পরে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেও খালিস্তানিরা গান্ধী মূর্তি ভেঙেছিল।

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...