Saturday, August 23, 2025

বিশ্বকাপে ব্যর্থ বিরাট, কী বললেন গাভাস্কর ?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যে টি-২০ বিশ্বকাপের সুপার আটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তবে এই টুর্নামেন্টে এখনও রান পাননি বিরাট কোহলি। বিশ্বকাপে তিন ইনিংস খেলে একটিতেও দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ১ ও ৪ রানের পর, আমেরিকার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন। অথচ আইপিএলে সাতশোরও বেশি রান করে বিশ্বকাপ খেলতে এসেছিলেন বিরাট! ভারত সুপার এইটে জায়গা করে নিলেও, কিং কোহলির ফর্ম চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় সমর্থকদের।যদিও এই নিয়ে ভাবতে রাজি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

এই নিয়ে গাভাস্কর বলেন, ‘‘দেশের হয়ে খেলার সময় একজন খেলোয়াড়ের সবথেকে বড় মোটিভেশন হল ম্যাচ জেতা। বিরাট ভারতের হয়ে দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফর্ম করেছে। ও জানে কীভাবে রানে ফিরতে হয়। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। এরপর আমরা সুপার এইটে খেলব। তারপর সেমিফাইনাল। আশা করি, ফাইনালেও উঠব। বিরাটকে তাই ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে নিজের উপর আস্থা রাখতে হবে। আমার ধারণা, সেটা ওর প্রচুর পরিমাণে রয়েছে।’’

সানি আরও যোগ করেছেন, ‘‘তিনটে ইনিংসে ব্যর্থ হয়েছে বলেই বিরাট খারাপ খেলছে, এটা মানতে পারছি না। কখনও ভাল বলে আউট হয়েছে। আবার অন্য সময় যে বল ওয়াইড হত বা স্লিপের উপর দিয়ে বাইন্ডারি হয়ে যেত, সেটা আমেরিকা ম্যাচে হয়নি। তাই এই নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের বিরাটের উপর বিশ্বাস রাখতে হবে। ও ঠিক রানে ফিরবে। সেটা হয়তো পরের ম্যাচেই।’’

এদিকে, আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ আবার মনে করছেন, ওপেন না করে বিরাটের উচিত তিন নম্বরে ব্যাট করতে নামা। কাইফের যুক্তি, ‘‘তিন নম্বরে ব্যাট করার সুবিধা হল, আপনি ডাগআউটে বসে খেলা বিশ্লেষণ করতে পারবেন। বোলার কী করতে চাইছে। পিচের চরিত্র কেমন এসব বুঝতে সুবিধা হয়। বিরাট এসব করতে দারুণ দক্ষ। তাই আমার মতে, বিরাট তিনে ব্যাট করুক। ঋষভ পন্থ নেমে আসুক পাঁচ বা ছয়ে। প্রয়োজনে পন্থকে দিয়েও ওপেন করানো যেতে পারে।’’

আরও পড়ুন- আজ থেকে শুরু ইউরো কাপ, প্রথম ম্যাচে জার্মানির সামনে স্কটল্যান্ড

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...