Sunday, November 9, 2025

বিশ্বকাপে ব্যর্থ বিরাট, কী বললেন গাভাস্কর ?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যে টি-২০ বিশ্বকাপের সুপার আটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তবে এই টুর্নামেন্টে এখনও রান পাননি বিরাট কোহলি। বিশ্বকাপে তিন ইনিংস খেলে একটিতেও দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ১ ও ৪ রানের পর, আমেরিকার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন। অথচ আইপিএলে সাতশোরও বেশি রান করে বিশ্বকাপ খেলতে এসেছিলেন বিরাট! ভারত সুপার এইটে জায়গা করে নিলেও, কিং কোহলির ফর্ম চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় সমর্থকদের।যদিও এই নিয়ে ভাবতে রাজি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

এই নিয়ে গাভাস্কর বলেন, ‘‘দেশের হয়ে খেলার সময় একজন খেলোয়াড়ের সবথেকে বড় মোটিভেশন হল ম্যাচ জেতা। বিরাট ভারতের হয়ে দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফর্ম করেছে। ও জানে কীভাবে রানে ফিরতে হয়। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। এরপর আমরা সুপার এইটে খেলব। তারপর সেমিফাইনাল। আশা করি, ফাইনালেও উঠব। বিরাটকে তাই ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে নিজের উপর আস্থা রাখতে হবে। আমার ধারণা, সেটা ওর প্রচুর পরিমাণে রয়েছে।’’

সানি আরও যোগ করেছেন, ‘‘তিনটে ইনিংসে ব্যর্থ হয়েছে বলেই বিরাট খারাপ খেলছে, এটা মানতে পারছি না। কখনও ভাল বলে আউট হয়েছে। আবার অন্য সময় যে বল ওয়াইড হত বা স্লিপের উপর দিয়ে বাইন্ডারি হয়ে যেত, সেটা আমেরিকা ম্যাচে হয়নি। তাই এই নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের বিরাটের উপর বিশ্বাস রাখতে হবে। ও ঠিক রানে ফিরবে। সেটা হয়তো পরের ম্যাচেই।’’

এদিকে, আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ আবার মনে করছেন, ওপেন না করে বিরাটের উচিত তিন নম্বরে ব্যাট করতে নামা। কাইফের যুক্তি, ‘‘তিন নম্বরে ব্যাট করার সুবিধা হল, আপনি ডাগআউটে বসে খেলা বিশ্লেষণ করতে পারবেন। বোলার কী করতে চাইছে। পিচের চরিত্র কেমন এসব বুঝতে সুবিধা হয়। বিরাট এসব করতে দারুণ দক্ষ। তাই আমার মতে, বিরাট তিনে ব্যাট করুক। ঋষভ পন্থ নেমে আসুক পাঁচ বা ছয়ে। প্রয়োজনে পন্থকে দিয়েও ওপেন করানো যেতে পারে।’’

আরও পড়ুন- আজ থেকে শুরু ইউরো কাপ, প্রথম ম্যাচে জার্মানির সামনে স্কটল্যান্ড

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...