Friday, August 22, 2025

কোথায় গেল বিবেক! NEET-কাণ্ডে চুপ কেন তমলুকের সাংসদ: খোঁচা কুণালের

Date:

Share post:

দেশের বৃহত্তম শিক্ষা কেলেঙ্কারির নাম NEET। এর পেছনে অনেক বড় বড় মাথারা জড়িয়ে আছেন। ইডি (ED) বা সিবিআই (CBI)নয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ধরে আনা হোক “ধেড়ে ইঁদুরদের”। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)নির্দেশে খেজুরি যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ও কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাম না করেই প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) একহাত নেন কুণাল। তিনি বলেন, যাঁরা রাজ্যের নিয়োগ মামলায় একের পর এক ‘হুকুম’ দিচ্ছিলেন, তাঁদের বিবেক এখন কী বলছে? নিট (NEET) দুর্নীতি নিয়ে কেন একটি শব্দও খরচ করতে দেখা গেল না তমলুকের সাংসদকে? এরপরই কুণাল বলেন, এই ঘটনার সঙ্গে বড় বড় প্রভাবশালীদের যোগ রয়েছে। সেই মাথাদের হেফাজতে নিয়ে জেরা করতে হবে।

লোকসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপি প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। যেখানে হেরেছে সেখানে ঘাসফুলের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। খেজুরিও তার ব্যতিক্রম নয়। সেখানে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িতে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। খেজুরি পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা ভোটে এই কেন্দ্রে জিতেছে পদ্ম শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী জেতার পর থেকেই এলাকার বিভিন্ন জায়গায় বিজেপির হাতে আক্রান্ত হচ্ছে তৃণমূল। অথচ রাজভবনের সামনে নাটক করছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন কুণাল বলেন, নাটক করতে হলে শহিদ মিনারের রেলিং এ সাতদিন দাঁড়িয়ে থাকুন, অনেক বেশি মাইলেজ পাওয়া যাবে। আসলে বিজেপির অন্দরের কোন্দল সামাল দেওয়া যাচ্ছে না। বড় বড় পদে থাকা নেতারা দলের কর্মীদের কাছেই ভিলেন। বিজেপিতে ঘরছাড়া একমাত্র দিলীপ ঘোষ। বাকিদের প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা হচ্ছে বলেও কটাক্ষ করেন কুণাল ঘোষ। রাজ্যপাল বিজেপির ব্যাজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর বিজেপি পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক করছে বলেই মন্তব্য তাঁর। বিধানসভা উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কুণাল বলেন, মানুষ তৃণমূলের পাশে আছে এবং ভোটে তার প্রতিফলন ঘটেছে। আগামীতেও ব্যতিক্রম হবে না। লোকসভা আর বিধানসভার প্রেক্ষিত আলাদা। এই ভোটে বিধায়ক নির্বাচন করা হয়ে গেলে রাজ্য সরকার তার সঙ্গে সঙ্গতি রেখে ঐসব এলাকার উন্নয়নে আরও বেশি করে কাজ করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন বাংলার মানুষ।

 

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...