Saturday, August 23, 2025

ব্রাজিলে কোপার দল নিয়ে বিস্ফোরক রোনাল্ডিনহো, সোশ্যাল মিডিয়ায় দিলেন ক্ষোভ উগরে

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপই শুরু কোপা আমেরিকা কাপ। ২৫ জুন এই টুর্নামেন্টের অভিযান শুরু করতে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের সামনে কোস্টারিকা। তবে তার আগে দল নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডিনহো। কোপায় ব্রাজিলের দল নির্বাচন নিয়ে বেজায় চটেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগ্রে দিয়েছেন রোনাল্ডিনহো।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডিনহো লেখেন, “ এবার কোপায় ব্রাজিলের কোনও ম্যাচ দেখব না। জয় উদযাপনও করব না। অনেক হয়েছে। আমরা সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য দলটা নিয়ে কোপায় নামতে চলেছি। এই দলটায় কোনও নেতা নেই। যতসব মধ্যমানের ফুটবলারে ভর্তি। এমন খারাপ অবস্থা আমাদের আগে কখনও হয়নি। জার্সির প্রতি ভালোবাসা না থাকলে এমনই হয়। ব্রাজিলের ফুটবল যাঁরা ভালবাসেন তাঁদের কাছে এটা দুঃখের মুহূর্ত। ম্যাচ দেখার জন্য কোনও অনুপ্রেরণাই খুঁজে পাচ্ছি না। সাম্প্রতিক কালের সবচেয়ে জঘন্য দল হয়েছে এটা। ফুটবল খেলোয়াড় হওয়ার অনেক আগে থেকেই আমি খেলাটাকে অনুসরণ করি। এত খারাপ পরিস্থিতি আগে কোনও দিন দেখিনি। জার্সির প্রতি ভালবাসা, হার-না-মানা জেদ এবং ফুটবলের প্রতি ভালবাসার কোনও চিহ্নই নেই এই দলটায়।”

এরপরই তিনি আরও বলেন, “ আবার বলছি, আমার দেখা সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে ব্রাজিলের এই দলটা। লজ্জার ব্যাপার। আমি তাই পদ থেকে সরে যেতে চাই। কোপা আমেরিকার একটা ম্যাচও দেখব না। একটা জয়ও উপভোগ করব না।”

এদিকে রোনাল্ডিনহোর এই মন্তব্যের পালটা দিয়েছেন রাফিনহা। তিনি বলেন, “ রোনাল্ডিনহো এমন কথা বলেছে? আমি জানি না এটা বিজ্ঞাপন কি না। তবে সে দিনই শুনছিলাম ভিনিসিয়াসের কাছে টিকিটের আব্দার করছিল। ম্যাচ দেখতে আসতে চেয়েছে। তবে ওর কথায় আমি অবাক।”

আরও পড়ুন- জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু ইতালির


spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...