Friday, November 14, 2025

ক্রমশই খারাপ হচ্ছে পরিস্থিতি! শুরু উত্তর সিকিমে আটক পর্যটকদের উদ্ধারকাজ 

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই খারাপ হচ্ছে পরিস্থিতি। সেকারণেই লাগাতার ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। খারাপ আবহাওয়ার কারণে রবিবারও উত্তর সিকিমে (North Sikkim) আটকে থাকা পর্যটকদের উদ্ধারকাজ থমকে গেলেও সিকিম সরকার সূত্রে খবর, সোমবার বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মঙ্গলবার থেকেই পুরোদমে উদ্ধারকাজ (Rescue Operation) শুরু করা যাবে বলে খবর।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, লাচুং থেকে মঙ্গন পর্যন্ত তিনটি জায়গায় বড় ধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে রবিবার। আর সড়কপথের যা অবস্থা, তাতে হেঁটে যাওয়া রীতিমতো কষ্টসাধ্য। পর্যটকদের মধ্যে শিশু, মধ্য বয়সী ও বয়স্করা রয়েছেন। স্বাভাবিকভাবেই সঙ্গে রয়েছে প্রচুর জিনিসপত্র। এই অবস্থায় প্রায় ১৫ কিলোমিটার রাস্তা হেঁটে পার করা এক প্রকার অসম্ভব। তাই আপাতত তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
রবিবার বৈঠকে বসেন লাচুংয়ের প্রশাসনিক কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, সোমবারের বদলে মঙ্গলবার থেকে উদ্ধারকাজ শুরু হবে। সেই সঙ্গে পর্যটকদের আশ্বাস দিয়ে জানানো হয়, সঙ্গে থাকা ভারী জিনিসপত্র বহন করে নিয়ে যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। যাতে পর্যটকদের হেঁটে পার হতে অসুবিধা না হয়। আর সেই মতো সোমবার একটু আবহাওয়া ঠিক হতেই এয়ারলিফ্টের মাধ্যমে পর্যটকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। সিকিম সরকার উদ্ধারকাজের জন্য একটি কোর টিমও গঠন করেছে। যারা প্রতিনিয়ত বায়ুসেনার সঙ্গে যোগাযোগ রাখছে।

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...