Monday, August 11, 2025

পান্নুন হত্যায় অভিযুক্ত নিখিলকে আমেরিকার হাতে তুলে দিলো চেক প্রজাতন্ত্র

Date:

Share post:

খালিস্তানি সন্ত্রাসী আমেরিকার নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন হত্যায় কতটা যোগ রয়েছে ভারতের সরকারি কর্মকর্তাদের, এবার সেই রহস্যের পর্দা ওঠার সম্ভাবনা। খুনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে এবার আমেরিকার হাতে তুলে দিলো চেক প্রজাতন্ত্র। আমেরিকার মাটিতে খুনের ঘটনায় সেই দেশের অপরাধীকে সোমবারই নিউ ইয়র্কের ফেডেরাল কোর্টে পেশ করার সম্ভাবনা। নিখিল গুপ্তার প্রত্যর্পণ এমন একটা সময়ে হলো যখন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দিল্লি সফরে আসছেন ভারত-মার্কিন যৌথ উদ্যোগ ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি, বা আইসিইটি’র বার্ষিক সংলাপে অংশ নিতে।

ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা, যিনি আমেরিকায় খালিস্তানি সন্ত্রাসী এবং মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন হত্যার চক্রান্তে অভিযুক্ত, তাঁকে ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। ফেডারেল ব্যুরো প্রিজন ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে শুক্রবারই চেক প্রজাতন্ত্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণ করা হয়েছে। গত মাসে, একটি চেক আদালত মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো এড়াতে নিখিল গুপ্তার আবেদন প্রত্যাখ্যান করে। এরপরই চেক বিচার মন্ত্রক তাঁকে প্রত্যর্পণের উদ্যোগ নেয়।

হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার মার্কিন অভিযোগের ভিত্তিতে গুপ্তাকে ২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার করা হয়েছিল। মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের মতে, গুপ্তা একজন মার্কিন নাগরিককে হত্যা করার জন্য একজন হিটম্যান ভাড়া করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এর পাশাপাশি অভিযোগ ওঠে একজন ভারতীয় সরকারি কর্মকর্তার নির্দেশে তিনি এই কাজ করেছিলেন। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সুলিভানের ভারত সফরের আগেই এই প্রত্যর্পণে বিশেষ প্রভাব পড়তে পারে। নিখিল গুপ্তার বিষয়টি সুলিভান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সামনে উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। যদিও ভারত পান্নুন হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। নিখিল গুপ্তাও তাঁর অ্যাটর্নির মাধ্যমে অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তাকে “অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে”।

spot_img

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...