হাওড়ার বেলুড়ের ভিক্টোরিয়া মার্কেটে একটি লোহার কারখানা ও গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। সেই বিস্ফোরণের অভিঘাতে জখম হয়েছেন অন্তত চার জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। জানা গিয়েছে, একটি গ্যাস সিলিন্ডার দিয়ে লোহা কাটার কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় আচমকাই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। তাতেই বিপত্তি ঘটে। সিলিন্ডার ফেটে জখম হয়ে শ্রমিকেরা কর্মক্ষেত্রেই লুটিয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করা হয়। স্থানীয়দের একাংশের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বেশ কিছুটা দূরে বাড়ির কাচের জানালা ভেঙে পড়ে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিলিন্ডার লিক করে বিস্ফোরণ ঘটেছে। আহতদের মধ্যে দুজন কারখানার শ্রমিকও রয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কয়েকজন শ্রমিকের হাতের অংশ উড়ে যায়। কারখানার ছাউনির অনেকটা অংশ উড়ে যায়। কারখানার অন্যান্য শ্রমিক এবং মালিক আতঙ্কে ঘটনাস্থল থেকে কোনওমতে বাইরে বেড়িয়ে এসে প্রাণে বাঁচেন। এই ঘটনায় তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ। পুলিশের তরফে কারখানাটি সিল করে দেওয়া হয়েছে। সমস্ত নিয়ম মেনে কারখানায় কাজ হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কারখানার যথাযথ অনুমোদন ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার ফরেনসিক তদন্তের পাশাপাশি কারখানার মালিককে তলব করেছে পুলিশ।
