রাজ্যের চারটি কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে ফের সরাসরি বাম শরিকদের সঙ্গে সংঘাতে জড়াল সিপিএমের জোটসঙ্গী কংগ্রেস। বামেরা একটি আসন কংগ্রেসকে ছেড়ে তিনটি আসনে একতরফা প্রার্থী ঘোষণা করে দেয়। অথচ ২০১৯ লোকসভা থেকে ২০২১ বিধানসভা কিংবা সদ্য সমাপ্ত চব্বিশের লোকসভা ভোটে এ রাজ্যে একটিও আসন জিততে পারেনি বামেরা। খুব খারাপ ফল করেও কংগ্রেস মালদা দক্ষিণে আসনটি ধরে রেখেছে। আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, জোটের প্রশ্নে বাদেদের এত দাদাগিরি কিসের? এই প্রশ্ন ওঠে প্রদেশ কংগ্রেস নেতাদের মধ্যেও। বামেরা রায়গঞ্জ আসনটি শুধু ছেড়েছে কংগ্রেসকে। যেখানে হাত চিহ্নের প্রার্থী প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। তবে বিধান ভবনের নেতারা চটে গিয়েছেন, কোনওরকম আলোচনা ছাড়াই বাগদা আসনে প্রার্থী দিয়ে বসেছে বামেরা। অথচ, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাগদা যে লোকসভার অন্তর্গত, সেই বনগাঁ কেন্দ্রে প্রার্থী ছিল কংগ্রেসের। ফলে উপনির্বাচনে এই আসনে কেন কংগ্রেসকে এরিয়ে প্রার্থী দিল বামেরা? দিল্লি হাইকমান্ডকেও বিষয়টি বুঝিয়ে ছিলেন প্রদেশ নেতাদের একাংশ। সেইমতো এদিন বাগদা কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। এখানে হাত চিহ্নের প্রার্থী অশোক হালদার। সুতরাং, রাজ্যের চার আসনের উপনির্বাচনেও বাম–কংগ্রেসের জোটে ব্যাপক জট।

ফলে বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকের ঘোষণা করা বাগদা কেন্দ্রে এবার পৃথকভাবে প্রার্থী দিয়ে দিল কংগ্রেস। রাজ্যের চারটি আসনের উপনির্বাচনে এবার দুটিতে লড়বে হাত শিবির। মানিকতলা আর রানাঘাট দক্ষিণে আলাদা প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। আজ, মঙ্গলবার এআইসিসির পক্ষ থেকে বাংলার দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হল। রায়গঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থী উত্তর দিনাজপুরের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। আর বাগদা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন অশোক হালদার। ওই কেন্দ্রে লড়বেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস। সুতরাং বাগদায় চতুর্মুখী লড়াই।

আগামী ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তা নিয়ে গত শুক্রবার বামফ্রন্টের বৈঠক বসে। সেখান থেকেই এই চার কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই হবে বলে জানানো হয়। বামেরা প্রার্থী দেয় তিন কেন্দ্রে। একটি আসন ছাড়া হয় কংগ্রেসকে। এই তিন কেন্দ্রের মধ্যে দুটিতে সিপিএম এবং একটিতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণা করা হয়। বামফ্রন্টের পক্ষ থেকে মানিকতলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস এবং বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস।

এখানেই আপত্তি বিধান ভবনের। সে কথা তারা এআইসিসি–কে জানিয়েছিল। আর তার পরই এই বাগদা আসনে প্রার্থী দিয়ে দিল কংগ্রেস। কংগ্রেসের যুক্তি, ২০১৬, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাগদা আসন থেকে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বনগাঁ লোকসভা আসনে ২০২৪ সালে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করে। তাহলে আগের অঙ্ক ধরলে বাগদা আসন থেকে এবারও কংগ্রেসের প্রার্থী দেওয়ার কথা। তাহলে উপনির্বাচনে জোট ঘোষণা হলেও কেন বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিল? প্রশ্ন তুলেছে কংগ্রেস। আর প্রদেশ কংগ্রেসের সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়ে এআইসিসি বাগদা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল।
