Thursday, August 28, 2025

যানজটের সমাধানে বিশ্বমানের এলিভেটেড করিডর কোনা এক্সপ্রেসওয়েতে, শীঘ্রই শুরু কাজ

Date:

Share post:

কোনা এক্সপ্রেসওয়েকে যানজট মুক্ত করতে প্রস্তাবিত এলিভেটেড করিডর তৈরির কাজ শীঘ্রই শুরু হচ্ছে। রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ছয় লেনের এই করিডোর তৈরি করবে। ৭ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে এই ফ্লাইওভারের কাজ হবে। এর মধ্যে মাত্র ২৫০ মিটার অংশে জমি হস্তান্তর বাকি রয়েছে। যা দ্রুত শেষ হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোডের ফুটবল গেটের কাছ থেকে খেজুরতলা পর্যন্ত এই করিডর তৈরি হবে। প্রসঙ্গত, তিনটে সেতুর উপর দিয়ে যাবে এই উড়ালপুল। ফলে স্বাভাবিকভাবেই এর উচ্চতা হবে কিছুটা বেশি হতে পারে।

খেজুরতলার দিকে নামার সময় এই উড়ালপুলের তিনটি র‌্যাম্প থাকবে। যার মধ্যে একটি র‌্যাম্প নিবড়ার দিক থেকে বের হবে। একটি সাঁতরাগাছি বাস টার্মিনাসের দিকে এবং অন্যটি যাবে জাতীয় সড়কের দিকে। তাতে যানজট থাকলে গাড়িগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে মালবাহী লরি বা ট্রাকগুলিকে যানজট দেখা দিলে ড্রেনেজ রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একেবারে পরিকল্পনা অনেকটাই করে ফেলা হয়েছে। এবার কাজ শুরুর অপেক্ষা।

এই কোনা এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বম্বে রোড, দিল্লি রোডের সঙ্গে সংযোগ রয়েছে। এই কোনা এক্সপ্রেসওয়েতে যানজট লেগেই থাকে। দীর্ঘ গাড়ির সারি। একেবারে ভয়াবহ পরিস্থিতি। আপাতত সেই রাস্তাকে ছয় লেন করা হলে স্বাভাবিক ভাবেই গাড়ির চাপ অনেকটা কমবে। যানজটও কমতে পারে পুরোদমে। এনিয়ে আশায় দিন গুনছেন বাসিন্দারা। ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮৩৯ কোটি টাকার।

আরও পড়ুন- লক্ষ্য রেকর্ড শস্য উৎপাদন, পরিকল্পনা রূপায়ণে একাধিক পদক্ষেপ রাজ্যের

 

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...