Friday, December 19, 2025

যোগাসন থেকে প্রতি মুহূর্তে সুফল পাওয়া যায়, বিশ্ব যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির

Date:

Share post:

বিগত ১০ বছর ধরে সাধারণ মানুষের মনে যোগাসন নিয়ে যে ধারণা ছিল তা বদলে গিয়েছে। বর্তমানে এর মাধ্যমে নতুন অর্থনীতিরও জন্ম হচ্ছে। যোগাসন কে কেন্দ্র করে পর্যটনস্থলও তৈরি হচ্ছে। হৃষিকেশ, কাশী, কেরলে একাধিক এই ধরনের পর্যটনস্থল গড়ে উঠেছে বলে দাবি তাঁর। যোগ দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শরীর ও সমাজের জন্য যোগ খুবই গুরুত্বপূর্ণ। যোগ যখন শরীরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে যায় তখন তা সহজাত ক্রিয়া তৈরি করে। এবং সবসময় তার সুফল পাওয়া যায়।

শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে, ডাল লেকের ধারে অবস্থিত শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে তিনি সকলের সঙ্গে প্রায় ৩০ মিনিট ধরে যোগাসন করেন। যোগাসনের ইতিবাচক দিকগুলি তিনি বক্তব্যে তুলে ধরেন। আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্যও ব্যাখ্যা করেন মোদি।বিশ্ব যোগ দিবসের আগে এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে যোগাসনের উপকারিতার কথা উল্লেখ করে মোদি বিভিন্ন যোগাসনের ভিডিয়ো শেয়ার করেছেন।

চলতি বছরে যোগ দিবসের মূল বিষয় ছিল নিজের ও সমাজের জন্য যোগাসন। কেন্দ্রের একাধিক মন্ত্রী দেশের বিভিন্ন জায়গায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন।যোগ দিবসে রাষ্ট্রপতি ভবনে যোগ দিবস পালন করতে দেখা যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও। রাষ্ট্রপতির সচিবালয়ের অন্যান্য আধিকারিকদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে ।এদিন রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “আন্তর্জাতিক যোগ দিবসে সমগ্র বিশ্ব সম্প্রদায়কে, বিশেষ করে ভারতের সমস্ত নাগরিকদের শুভেচ্ছা! যোগ মানবতার জন্য ভারতের অনন্য উপহার। লাইফস্টাইল সংক্রান্ত সমস্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যোগব্যায়াম আজ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷’ তিনি ‘এক্স’-এ নিজের যোগব্যায়াম করার কিছু ছবি পোস্ট করেছেন এবং বলেছেন, ”যোগা হল শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকার একটি উপায়৷ আসুন যোগব্যায়ামকে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করার সংকল্প করি৷ প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়৷
এদিন, পার্লামেন্টে যোগ দিবস পালন করতে দেখা যায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে। যোগ দিবসে, আইটিবিপি সৈন্যরা সিকিমের মুগুথাং সাব-সেক্টরে ১৫ হাজার ফুটেরও বেশি উচ্চতায় যোগ দিবস পালন করেন।

 

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...