Thursday, August 21, 2025

যোগাসন থেকে প্রতি মুহূর্তে সুফল পাওয়া যায়, বিশ্ব যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির

Date:

Share post:

বিগত ১০ বছর ধরে সাধারণ মানুষের মনে যোগাসন নিয়ে যে ধারণা ছিল তা বদলে গিয়েছে। বর্তমানে এর মাধ্যমে নতুন অর্থনীতিরও জন্ম হচ্ছে। যোগাসন কে কেন্দ্র করে পর্যটনস্থলও তৈরি হচ্ছে। হৃষিকেশ, কাশী, কেরলে একাধিক এই ধরনের পর্যটনস্থল গড়ে উঠেছে বলে দাবি তাঁর। যোগ দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শরীর ও সমাজের জন্য যোগ খুবই গুরুত্বপূর্ণ। যোগ যখন শরীরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে যায় তখন তা সহজাত ক্রিয়া তৈরি করে। এবং সবসময় তার সুফল পাওয়া যায়।

শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে, ডাল লেকের ধারে অবস্থিত শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে তিনি সকলের সঙ্গে প্রায় ৩০ মিনিট ধরে যোগাসন করেন। যোগাসনের ইতিবাচক দিকগুলি তিনি বক্তব্যে তুলে ধরেন। আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্যও ব্যাখ্যা করেন মোদি।বিশ্ব যোগ দিবসের আগে এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে যোগাসনের উপকারিতার কথা উল্লেখ করে মোদি বিভিন্ন যোগাসনের ভিডিয়ো শেয়ার করেছেন।

চলতি বছরে যোগ দিবসের মূল বিষয় ছিল নিজের ও সমাজের জন্য যোগাসন। কেন্দ্রের একাধিক মন্ত্রী দেশের বিভিন্ন জায়গায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন।যোগ দিবসে রাষ্ট্রপতি ভবনে যোগ দিবস পালন করতে দেখা যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও। রাষ্ট্রপতির সচিবালয়ের অন্যান্য আধিকারিকদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে ।এদিন রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “আন্তর্জাতিক যোগ দিবসে সমগ্র বিশ্ব সম্প্রদায়কে, বিশেষ করে ভারতের সমস্ত নাগরিকদের শুভেচ্ছা! যোগ মানবতার জন্য ভারতের অনন্য উপহার। লাইফস্টাইল সংক্রান্ত সমস্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যোগব্যায়াম আজ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷’ তিনি ‘এক্স’-এ নিজের যোগব্যায়াম করার কিছু ছবি পোস্ট করেছেন এবং বলেছেন, ”যোগা হল শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকার একটি উপায়৷ আসুন যোগব্যায়ামকে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করার সংকল্প করি৷ প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়৷
এদিন, পার্লামেন্টে যোগ দিবস পালন করতে দেখা যায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে। যোগ দিবসে, আইটিবিপি সৈন্যরা সিকিমের মুগুথাং সাব-সেক্টরে ১৫ হাজার ফুটেরও বেশি উচ্চতায় যোগ দিবস পালন করেন।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...