Thursday, August 21, 2025

পরীক্ষার দু’দিন আগে নেট প্রশ্নপত্র ফাঁস, ডার্ক ওয়েবে বিক্রি ৬ লক্ষ টাকায়: সিবিআই

Date:

Share post:

রবিবার ইউজিসি- নেট প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। পরীক্ষার দু’দিন আগে এই প্রশ্ন ফাঁস হওয়ার পরেই তা ডার্ক ওয়েবে বিক্রি করা হয় ৬ লক্ষ টাকার বিনিময়ে। সিবিআই প্রাথমিক তদন্তের পর তেমনটাই জানিয়েছে । কিন্তু প্রশ্ন কোথা থেকে ফাঁস করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। আসলে ব্যাঙের ছাতার মতো নেটের প্রস্তুতির জন্য নানান জায়গায় কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। অভিযোগ, এই সংখ্যাটা দিল্লিতে সবচেয়ে বেশি। তাই এই ধরনের কোচিং সেন্টারগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ।

প্রসঙ্গত, ১৮ জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত ইউজিসি- নেট পরীক্ষায় নয় লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এর এক দিন পরেই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। সন্দেহ করা হচ্ছিল, পরীক্ষার আগের দিন অর্থাৎ সোমবার নেটের প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল। তবে সিবিআই প্রাথমিক ভাবে তদন্ত চালানোর পর জানিয়েছে, সোমবার নয়, পরীক্ষার প্রশ্নপত্র আদতে ফাঁস করা হয়েছিল রবিবার এবং ডার্ক ওয়েবে ৬ লক্ষের টাকা বিনিময়ে বিক্রি করা হয়। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে নেট মামলায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে সিবিআই।

তবে এই পরীক্ষা যে আর হবেই না, এমনটা নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বলছে, স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা নেওয়া তাদের লক্ষ্য। তাই আগামী কিছুদিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তবে কবে ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তা স্পষ্ট নয়। পরীক্ষার্থীদের মধ্যে সামগ্রিক বিষয় নিয়ে হতাশা তৈরি হয়েছে। কবে পরীক্ষা ঘোষণা হবে সেই চিন্তায় অনেকেই ঠিকভাবে প্রস্তুতিও নিতে পারছেন না।

যদিও নিটে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনিয়ম ঠেকাতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের আশ্বাস দিয়ে পরীক্ষা আয়োজনের পদ্ধতি বদলের কথাও জানিয়েছেন তিনি।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...