Sunday, November 9, 2025

পরীক্ষার দু’দিন আগে নেট প্রশ্নপত্র ফাঁস, ডার্ক ওয়েবে বিক্রি ৬ লক্ষ টাকায়: সিবিআই

Date:

Share post:

রবিবার ইউজিসি- নেট প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। পরীক্ষার দু’দিন আগে এই প্রশ্ন ফাঁস হওয়ার পরেই তা ডার্ক ওয়েবে বিক্রি করা হয় ৬ লক্ষ টাকার বিনিময়ে। সিবিআই প্রাথমিক তদন্তের পর তেমনটাই জানিয়েছে । কিন্তু প্রশ্ন কোথা থেকে ফাঁস করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। আসলে ব্যাঙের ছাতার মতো নেটের প্রস্তুতির জন্য নানান জায়গায় কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। অভিযোগ, এই সংখ্যাটা দিল্লিতে সবচেয়ে বেশি। তাই এই ধরনের কোচিং সেন্টারগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ।

প্রসঙ্গত, ১৮ জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত ইউজিসি- নেট পরীক্ষায় নয় লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এর এক দিন পরেই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। সন্দেহ করা হচ্ছিল, পরীক্ষার আগের দিন অর্থাৎ সোমবার নেটের প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল। তবে সিবিআই প্রাথমিক ভাবে তদন্ত চালানোর পর জানিয়েছে, সোমবার নয়, পরীক্ষার প্রশ্নপত্র আদতে ফাঁস করা হয়েছিল রবিবার এবং ডার্ক ওয়েবে ৬ লক্ষের টাকা বিনিময়ে বিক্রি করা হয়। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে নেট মামলায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে সিবিআই।

তবে এই পরীক্ষা যে আর হবেই না, এমনটা নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বলছে, স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা নেওয়া তাদের লক্ষ্য। তাই আগামী কিছুদিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তবে কবে ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তা স্পষ্ট নয়। পরীক্ষার্থীদের মধ্যে সামগ্রিক বিষয় নিয়ে হতাশা তৈরি হয়েছে। কবে পরীক্ষা ঘোষণা হবে সেই চিন্তায় অনেকেই ঠিকভাবে প্রস্তুতিও নিতে পারছেন না।

যদিও নিটে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনিয়ম ঠেকাতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের আশ্বাস দিয়ে পরীক্ষা আয়োজনের পদ্ধতি বদলের কথাও জানিয়েছেন তিনি।

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...