Thursday, November 6, 2025

হাই কোর্টের নির্দেশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময়সীমা আরও বাড়ল

Date:

Share post:

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময়সীমা আরও বাড়ল। আগামী বুধবার পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে। এর আগে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল আজ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার। এবার সেই মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট।

হাই কোর্ট যাই নির্দেশ দিক না কেন, বাংলায় সাত দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে। তারপরেও ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমালের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও বাড়াল আদালত। মামলাকারীদের আইনজীবীর যুক্তি, রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অশান্তির আবহ রয়েছে এবং বহু মানুষ এখনও ঘরছাড়া। তাদের তরফে আদালতে আর্জি জানানো হয়, যাতে এই অভিযোগগুলির তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়। তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমাও বাড়ানোর জন্য আর্জি জানান মামলাকারী পক্ষ।

বিচারপতি হরিশ ট্যান্ডন এদিন বলেন, বাস্তব চিত্রটি কী, তা আমরা জানতে চাই। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, অভিযোগ সত্যি কি না, তা দেখা উচিৎ। ডিজির অফিসে ৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ৮৫৯ ই-মেল এসেছে। এর মধ্যে ২০৪ টি কেস প্রকৃত ঘটনা। বাকি ১৭৯টি কেস নন কগনিজেবল। ১৭৯ টি কেসে কোনও অভিযোগ প্রকাশ পায়নি। ২০৯ মিথ্যে অভিযোগ। ৪৫টি পারিবারিক ঝামেলা। হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে ২০ টি অভিযোগ বিভিন্ন রাজ্য জুড়ে হয়েছে। রাজ্য সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। রাজ্য মনে করছে না আরও বেশি সময় ধরে কেন্দ্রীয় বাহিনী থাকার দরকার আছে।’
দুপক্ষের বক্তব্য শোনার পরই ডিভিশন বেঞ্চ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার সময়সীমা বৃদ্ধি করেন।

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...