Sunday, January 11, 2026

ভাইপোতেই আস্থা! ভোটে লজ্জাজনক হারের পর আকাশকেই ‘উত্তরাধিকারী’ ঘোষণা মায়াবতীর

Date:

Share post:

দলের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল হয়েছে। লোকসভা নির্বাচনে (Loksabha Election) একটিও আসন পায়নি দল। আর তারপরই ধীরে ধীরে বদলেছে পরিস্থিতি। লোকসভার হারের ধাক্কা সামলে এবার বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বহুজন সমাজবাদী পার্টি (BSP) সুপ্রিমো মায়াবতী (Mayawati)। রাজনৈতিক পরিপক্কতা নিয়ে দল থেকে বরখাস্ত করা হলেও নিজের ভাইপো আকাশ আনন্দকেই (Akash Anand) রাজনৈতিক উত্তরাধিকারী বলে ঘোষণা করলেন বিএসপি নেত্রী। রবিবার ফের ভাইপো আকাশকে দলের জাতীয় সমন্বয়ক পদে পুনর্বহাল করলেন পিসি মায়াবতী। এদিন, দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান বসপা-র জাতীয় সাধারণ সম্পাদক, মেওয়ালাল গৌতম। তবে বসপা নেত্রীর এমন সিদ্ধান্তকে একেবারেই সোজা চোখে দেখতে নারাজ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ কাদায় পড়তেই ফের আকাশকে ফিরিয়ে এনে দলের উত্তরাধিকার আকাশের হাতেই সঁপলেন মায়াবতী।

গত ৭ মে, ২৮ বছর বয়সী আকাশ আনন্দকে এই পদ থেকেই বরখাস্ত করেছিলেন বসপা প্রধান মায়াবতী। তরুণ ভাইপোর ‘রাজনৈতিক পরিপক্কতা’ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। মায়াবতী সাফ জানিয়েছিলেন, দলের জাতীয় সমন্বয়কের ভূমিকায় থাকার জন্য তাঁর আরও অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন। এরপরই আকাশ আনন্দের পরিবর্তে, তাঁর বাবা তথা মায়াবতীর ভাই আনন্দ কুমার এই দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে শুরু হয় জল্পনা। তবে শেষমেশ আকাশের উপরেই সমর্থন রাখলেন পিসি মায়াবতী।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ভাইপো আকাশকে তাঁর উত্তরাধিকারী বলে ঘোষণা করেছিলেন মায়াবতী। এরপরই চলতি লোকসভা ভোটে উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আকাশ। কিন্তু লোকসভা ভোট চলার সময়ে আচমকাই মে মাসে ভাইপোকে দলের সর্বভারতীয় সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরিয়ে দেন মায়াবতী। নেত্রী নিজের এক্স হ্যান্ডলের পোস্টে এ-ও জানান যে, যত দিন না আকাশ পুরোপুরি পরিণত হচ্ছেন, ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে। কিন্তু রবিবার ৩৬০ ডিগ্রি ঘুরে আচমকা এই ভোলবদল প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মতে মায়াবতীর রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলছেন।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...