Thursday, November 6, 2025

গায়ের জোরে সংসদীয় রীতি ভঙ্গ! প্রোটেম স্পিকার হিসেবে ভর্তৃহরি শপথগ্রহণ করতেই বিক্ষোভ বিরোধী জোটের 

Date:

Share post:

বিতর্ক চলছিলই। শেষমেশ অষ্টাদশ অধিবেশন শুরুর আগেই সোমবার রাষ্ট্রপতি (President )ভবনে প্রোটেম স্পিকার (Protem Speaker) হিসাবে শপথবাক্য (Oath) পাঠ করলেন ভর্তৃহরি মহাতাব (Bhartuhari Mahatab)। এদিন সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) উপস্থিতিতে শপথগ্রহণ করেন ওড়িশার সাত বারের সাংসদ। সংসদের স্থায়ী স্পিকার নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত তিনি ওই পদের দায়িত্ব সামলাবেন। এদিন সকাল ১০টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও শপথবাক্য পাঠ করেই প্রোটেম স্পিকার সোজা সংসদে পৌঁছে যান‌। ইতিমধ্যে শুরু হয়েছে অষ্টাদশ অধিবেশন।

তবে প্রোটেম স্পিকারের পদ সাময়িক। কোনও কারণে স্পিকারের পদ খালি থাকলে কিছু সময়ের জন্য প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়ে থাকে। গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ৯ জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন নরেন্দ্র মোদি, তাঁর সঙ্গে আরও ৭১ জন মন্ত্রী শপথ নিয়েছেন। কিন্তু লোকসভার স্পিকার হিসাবে এখনও কেউ নির্বাচিত হননি। তাই স্পিকার নির্বাচনের আগে পর্যন্ত তাঁর কাজ চালাবেন ভর্তৃহরি।

তবে এদিন সকালে লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে ভর্তৃহরি মহতাবের নিয়োগের প্রতিবাদে ‘বিদ্রোহ’ শুরু বিরোধীদের। তবে এদিন সংসদ অধিবেশনের শুরুতেই ঐক্য প্রদর্শনের জন্য একসঙ্গে লোকসভায় প্রবেশ করেন সব বিরোধী সাংসদরা। তবে তার আগে সংসদ ভবনের সামনে যেখানে গান্ধী মূর্তি ছিল, সেখানেই আগে একত্রিত হয়ে মোদি সরকারের লাগাতার গাজোয়ারির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে বিরোধীরা। এদিকে ভর্তৃহরি মহতাবের নিয়োগের প্রতিবাদে বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সুরেশ কোদিকুন্নিল, ডিএমকে-র থাল্লিকোট্টাই রাজুথেভার বালু প্রোটেম স্পিকারের সহকারী হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবেন না। বিরোধীদের দাবি, রীতি ভেঙে বিজেপি সাংসদকে প্রোটেম স্পিকার পদে নিযুক্ত করা হয়েছে। সেকারণেই এদিন অধিবেশন শুরুর আগেই রীতিমতো উত্তাল হয়ে উঠেছে সংসদ।

সংসদের সবচয়ে বর্ষীয়ান সাংসদকে প্রোটেম স্পিকরার করা হয়ে থাকে। এই আবহে এবারের লোকসভায় সবচেয়ে বর্ষীয়ান সাংসদ কংগ্রেসের সুরেশ। তিনি এই নিয়ে অষ্টমবার জিতেছেন লোকসভা ভোটে। তবে প্রোটেম স্পিকার হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ করেছেন বিজেপির ভর্তৃহরি মহতাবকে। তিনি সপ্তমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন। এই আবহে বিরোধীদের অভিযোগ, বিজেপি ইচ্ছে মতো সংসদীয় রীতি ভঙ্গ করছে।

spot_img

Related articles

নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা, BDO-কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের (gold trader killed case in newtown) ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি...

যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজেও করব না: ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ উড়িয়ে জবাব মমতার

বিশেষ নিবিড় সংশোধন (SIR) মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলায়। ওই দিনই SIR-এর নামে চক্রান্তের প্রতিবাদে রাজপথে নামেন তৃণমূল...

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...