Saturday, January 10, 2026

সংসদে প্রথম অধিবেশন শুরুর আগেই সংবিধান হাতে শক্তি প্রদর্শন তৃণমূল সহ বিরোধীদের

Date:

Share post:

লোকসভা ভোটের পর তৃতীয় মোদি সরকার কেন্দ্রে ক্ষমতা গ্রহণের পর আজ, সোমবার প্রথম অধিবেশন সংসদে। নরেন্দ্র মোদি সরকার কেন্দ্র ক্ষমতা দখলের পর থেকে নিট প্রশ্নফাঁস থেকে শুরু করে রেল দুর্ঘটনা, একের পর এক ইস্যুর প্রতিবাদ করতে প্রস্তুত বিরোধীরা। ফলে লোকসভার (Parlament) প্রথম অধিবেশন শুরুর আগে সংসদ চত্ত্বরে প্রতিবাদে সামিল হন ইন্ডিয়া জোটের নেতারা।

এদিন সংবিধান হাতে নিয়েই সংসদ চত্বরে ধরনা কর্মসূচি পালন করে তৃণমূল! দলের তরফে তৃণমূল সাংসদদের প্রতি বার্তা ছিল, “সংবিধান নিয়ে সংসদ (Parlament) চত্বরে আসুন।” শুধু তৃণমূল সাংসদরাই নয়, এদিন ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদরাই সংবিধান হাতে মহাত্মা গান্ধীর মূর্তির নীচে জমায়েত করেন। বিরোধী একতার বার্তা দিতে ইন্ডিয়া জোটের সাংসদরা একসঙ্গে লোকসভায় প্রবেশ করবেন। এদিন সোনিয়া গান্ধীও ধরনা কর্মসূচিতে যোগ দেন। দেশের গণতন্ত্র রক্ষা করতে ইন্ডিয়া জোট বদ্ধপরিকর বলে সংসদ চত্ত্বরে স্লোগান ওঠে।

২০১৪ এবং ২০১৯ সালে পরপর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ফলে গত দুবারের এনডিএ সরকারের সঙ্গে যে তৃতীয়বারের মোদি সরকারের কোনও তুলনা নেই, তা কার্যত প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিতে শুরু করার কাজ করছেন বিরোধীরা। সেই সঙ্গে তৃতীয়বার কেন্দ্রে মোদি সরকার ক্ষমতা দখল করলেও, বিরোধীরা যে শক্তিশালী হয়েই লোকসভায় প্রবেশ করছেন, তা সোমবারের ছবি থেকেই স্পষ্ট।

আরও পড়ুন: গায়ের জোরে সংসদীয় রীতি ভঙ্গ! প্রোটেম স্পিকার হিসেবে ভর্তৃহরি শপথগ্রহণ করতেই বিক্ষোভ বিরোধী জোটের 

 

 

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...