Sunday, November 9, 2025

প্রশাসনিক বৈঠকে হকার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কোনও ব্যবস্থা নেবে প্রশাসন?

Date:

Share post:

জায়গায়-জায়গায় বহুতল। একজনের ঘাড়ের উপর দিয়েই আর একজন উঠেছে। আর ফুটপাতের দিকে তাকালে দেখা যাবে সেখান দিয়ে হাঁটাচলার জায়গা নেই। কারণ এক হাত অন্তর গজিয়ে উঠেছে চায়ের দোকান। কোথাও আবার ফাস্ট-ফুড। সল্টলেক-রাজারহাটের অফিসপাড়ার চিত্র এমনটাই। আর এই নিয়েই সোমবার পুরসভা নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। নিজেই বললেন, সল্টলেক দেখলে আমার লজ্জা হয়…। তবে কি মুখ্যমন্ত্রী এই ধমকের পর কোনও ব্যবস্থা নেবে প্রশাসন? উঠিয়ে দেওয়া হবে রাস্তার ধারের চায়ের দোকান থেকে খাবারের দোকানগুলি? সল্টলেক সেক্টর ফাইভে যদিও এদিনই ফুটপাতের দোকান সরানোর জন্য সময় বেধে দিয়েছে পুলিশ।

মূলত, সল্টলেক সেক্টর ফাইভ, রাজারহাটে গেলেই এই ধরনের দোকানগুলি দেখা যায়। যেখানে রাস্তার ফুটপাত দখল করে কালো ত্রিপল আর বেঞ্চ নিয়ে বসে দোকান চালান দোকানদাররা। এমনকী নলবনের উল্টোদিকে গেলে দেখা যাবে ফুটপাতের ধারে থাকা লোহার রেলিং কেটে স্থায়ী একটি দোকান বানানো হয়েছে। সেই দোকানের মালিক বলেন, আমি ২০ বছর ধরে ব্যবসা করি। এখানে চায়ের দোকান ও ভাতের হোটেল আছে। পুলিশ প্রশাসন কেউ এসে কোনওদিন উঠিয়েও দেয়নি। এখন যে যার মতো বসে পড়ে।

আজ মুখ্যমন্ত্রী বলেছেন, ওয়েবল আমি নিজে চোখে দেখে এসেছি। কারোও কথা না শুনে। একটু শিফট করাতে হবে। ওইখানে অনেকে আসেন। ফুটপাতে কালো-কালো ত্রিপল দিয়ে ঘেরা। একটু দূরে গিয়ে খাবার খাবেন। ফুড জোন করে দেওয়া হোক।মন্ত্রী-সহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রীর প্রশ্ন করেন, “হাতিবাগানে কখনও তাকিয়ে দেখিয়েছেন? কী অবস্থা ওখানে। গড়িয়াহাটে হকার বসিয়েছেন। সরাসরি মন্ত্রী সুজিত বসুর নাম করে মুখ্যমন্ত্রী বলেন, রাজারহাটে সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে।কেন বাইরের লোক বসবেন এখানে? একটা করে ত্রিপল লাগাচ্ছে, এক জন করে বসে পড়ছে।তীক্ষ্ণ স্বরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হোয়াই? হোয়াই? হোয়াই?’’

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...