বর্ষা এলেও বৃষ্টি অধরা। উল্টে ক্রমশ আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকার দিন শেষ। জুলাই এর শুরুতেই ঝমঝমিয়ে বৃষ্টি ভাসবে দক্ষিণবঙ্গ। চলতি মাসের শেষ থেকেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, তার প্রভাবেই বাড়তে পারে বৃষ্টি।

উত্তরবঙ্গে অতিবৃষ্টি আর দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতিতে মাথায় হাত কৃষকদের।কলকাতাতে ৮৬ শতাংশ মুর্শিদাবাদে ৮৪ শতাংশ এবং উত্তর চব্বিশ পরগনায় ৭৯ শতাংশ বৃষ্টির ঘাটতি। উত্তরবঙ্গে গড়ে ৬৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। আজ বিকেলের পর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ থেকে পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে। উত্তরের ৫ জেলার পাশাপাশি মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টি বাড়বে।

